চিতলমারীতে জুয়া খেলার অভিযোগে ৪ জন আটক

চিতলমারী প্রতিনিধি

আপডেট : ০৭:৩৬ পিএম, মঙ্গলবার, ২৮ জুন ২০২২ | ৩২৭

প্রতিকী ছবি

চিতলমারী থানা পুলিশ জুয়া খেলার অভিযোগে ৪ জনকে আটক করেছে। এ সময় তাঁদের কাছ থেকে নগদ টাকা ও দুই জোড়া তাস উদ্ধার করা হয়। এ ঘটনায় থানার উপ-পরিদর্শক (এসআই) অমিত কুমার মন্ডল বাদী হয়ে জুয়া আইনে একটি মামলা দায়ের করেছেন। গ্রেপ্তারকৃতদের মঙ্গলবার (২৮ জুন) সকালে আদালতে প্রেরণ করা হয়েছে।

চিতলমারী থানার পরিদর্শক (ওসি) এ এইচ এম কামরুজ্জামান খান বাগেরহাট টুয়েন্টিফোরকে জানান, গোপন সংবাদের ভিত্তিতে সোমবার (২৭ জুন) বিকেলে থানার উপ-পরিদর্শক (এসআই) অমিত কুমার মন্ডল সংগীয় ফোর্স নিয়ে কুরমনি ওয়াপদা এলাকায় অভিযান চালায়। এ সময় জুয়া খেলার অপরাধে কুরমনি গ্রামের মৃত পুলিন বিশ্বাসের ছেলে মিলন বিশ্বাস (৪২), মৃত গৌর বৈরাগীর ছেলে বাবুল বৈরাগী (৪৫), মৃত বলাই বৈরাগীর ছেলে জগদীশ বৈরাগী (৫৪) ও পিরোজপুর জেলার নাজিরপুর উপজেলার ঝনঝনিয়া গ্রামের গোলক বিশ্বাসের ছেলে সঞ্জয় বিশ্বাস (২৭) কে আটক করে। এ সময় তাঁদের কাছ থেকে নগদ টাকা ও দুই জোড়া তাস উদ্ধার করা হয়। গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে থানার উপ-পরিদর্শক (এসআই) অমিত কুমার মন্ডল বাদী হয়ে জুয়া আইনে একটি মামলা দায়ের করেছেন।


ওসি আরও জানান, জুয়া, মাদক ও সুদ কারবারীদের বিরুদ্ধে পুলিশের এ অভিযান নিয়মিত অব্যাহত থাকবে।

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত
  • নির্বাচিত