ফকিরহাটে জগন্নাথ দেবের রথযাত্রার মহোৎসব

ফকিরহাট প্রতিনিধি

আপডেট : ০৮:২৯ পিএম, শুক্রবার, ১ জুলাই ২০২২ | ৬৭২

ফকিরহাটে বিপুল উৎসাহ উদ্দীপনার মধ্যদিয়ে শ্রী শ্রী জগন্নাথদেবের রথযাত্রা মহোৎসব অনুষ্ঠান শুক্রবার সকাল সাড়ে ১১টায় পূর্ব বেতাগা বড়গাছতলা শ্রী শ্রী কালি মন্দিরের স্বর্গীয় তপন স্মৃতি মঞ্চে অনুষ্ঠিত হয়েছে।

মন্দির কমিটির সভাপতি রতন কুমার দাশ এর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন, উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ মনোয়ার হোসেন। বিশেষ অতিথি ছিলেন, খুলনা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ড, রামেশ্বর দেবনাথ ও শেখ হেলাল উদ্দীন ফাউন্ডেশনের সভাপতি অধ্যক্ষ অমিত রায় চৌধুরী।

শিক্ষাবিদ দাশ শিশির কুমার এর সঞ্চালনায় অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বক্তৃতা করেন, মডেল থানা পুলিশের পরিদর্শক (ওসি) মুঃ আলীমুজ্জামান, বেতাগা ইউপি চেয়ারম্যান মোঃ ইউনুস আলী শেখ, মন্দির কমিটির উপদেষ্টা মাহেন্দ্রনাথ কুমার দাশ, অনিমেষ নন্দী, সাবেক সভাপতি আশোক কুমার রায় ও ইউপি সদস্য অসিত কুমার দাশ প্রমুখ। পরে অতিথিবৃন্দরা শ্রী শ্রী জগন্নাথদেবের রথ টেনে রথযাত্রা মহোৎসব এর শুভ উদ্ভোধন ঘোষনা করেন।


উল্লেখ্য সনাতন ধর্মাবলম্বীদের বিশ্বাস, জগন্নাথদেব হলেন জগতের নাথ বা অধিশ্বর। জগৎ হচ্ছে বিশ্ব আর নাথ হচ্ছে ঈশ্বর। তাই জগন্নাথ হচ্ছেন জগতের ঈশ্বর। তার অনুগ্রহ হলে মানুষের মুক্তিলাভ হয়। জীব রুপে তাঁকে আর জন্ম নিতে হয় না।

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত
  • নির্বাচিত