শিক্ষকের করণীয় ও প্রশাসনের ভূমিকা শীর্ষক

শরণখোলায় শিক্ষার মানোন্নয়নে সেমিনার

মহিদুল ইসলাম, শরণখোলা

আপডেট : ০৪:৫৩ পিএম, বুধবার, ১৪ মার্চ ২০১৮ | ১০৮৫

শরণখোলায় শিক্ষার গুণগত মানোন্ন্রয়নে শিক্ষকের করণীয় ও প্রশাসনের ভূমিকা শীর্ষক এক সেমিনার অনুষ্ঠিত হয়েছে। বুধবার উপজেলা পরিষদের সভা কক্ষে মাসিক শিক্ষাতথ্য পত্রিকা এ সেমিনারের আয়োজন করে।


পত্রিকাটির সম্পাদক ও প্রকাশক মুহাম্মাদ তছলিম উদ্দিনের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মো. হাসানুজ্জামান পারভেজ। বিশেষ অতিথি ছিলেন উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মো. নূরুজ্জামান খান, টুঙ্গিপাড়া ড. ইমদাদুল হক মেমোরিয়াল ডিগ্রি কলেজের অধ্যক্ষ শিকদার মো. জিননুরাইন ও শরণখোলা মাতৃভাষা ডিগ্রি কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ মো. ওলিয়ার রহমান।


মাসিক শিক্ষাতথ্য পত্রিকার সাংবাদিক গোলাম তোফাজ্জল কবীর মিলনের সঞ্চালনায় সেমিনারে উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রধানগণ ও শিক্ষকরা অংশগ্রহন করেন।

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত
  • নির্বাচিত