মোল্লাহাটে  বীর মুক্তিযোদ্ধাকে রাষ্ট্রীয় মর্যাদায় দাফন

মোল্লাহাট  প্রতিনিধি

আপডেট : ০৯:১৮ পিএম, মঙ্গলবার, ১২ জুলাই ২০২২ | ৩৫২

মোল্লাহাট উপজেলার বীর মুক্তিযোদ্ধা, অবসরপ্রাপ্ত অতিরিক্ত পুলিশ সুপার মো: নজরুল ইসলাম (৭১) ইন্তেকাল করেছেন (ইন্না-লিল্লাহি ওয়া ইন্না ইলাহী রাজিউন)। মৃত্যুকালে তিনি স্ত্রী, ২ মেয়ে ও ১ ছেলেসহ অসংখ্য আত্মীয় স্ব-জন রেখে গেছেন। রবিবার রাত ১১ টার দিকে তিনি নিজ গ্রামের বাড়ী উপজেলার দারিয়ালা গ্রামে বার্ধক্যজনিত কারনে ইন্তেকাল করেন।

সোমবার সকালে মোল্লাহাট উপজেলার কাচনা দারিয়ালা বরকাতুল ইসলাম মাদ্রাসা চত্বরে রাষ্টীয় মর্যাদায় গার্ড অব অনার প্রদান ও জানাজা নামাজ অনুষ্ঠিত হয়। পরে ঐ মাদ্রাসার কবরস্থানে তাকে দাফন করা হয়।



বীর মুক্তিযোদ্ধা মো. নজরুল ইসলামের রাষ্ট্রীয় মর্যাদা প্রদান ও জানাযা নামাজের সময় উপস্থিত ছিলেন, উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. ওয়াহিদ হোসেন, সাবেক উপজেলা ডেপুটি মুক্তিযোদ্ধা কমান্ডার শেখ সিরাজুল ইসলাম, গাংনী ইউপি চেয়ারম্যান শিকদার উজির আলী, গাংনী পুলিশ ফাঁড়ির ইনচার্জ প্রদীপ কুমার মন্ডল, ইউনিয়ন মুক্তিযোদ্ধা কমান্ডার শেখ ভুলু মিয়া, ফকির ইকরাম হোসেনসহ বিভিন্ন শ্রেণী পেশার মানুষ।



এই বীর-মুক্তিযোদ্ধার মৃত্যুতে শোক সন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি সমবেদনা জ্ঞাপন পূর্বক গভীর শোক প্রকাশ করে বিবৃতি দিয়েছেন, বাগেরহাট-১ আসনের সংসদ সদস্য শেখ হেলাল উদ্দিন।

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত
  • নির্বাচিত