জেলা তথ্য অফিসের আয়োজনে

বাগেরহাটে সরকারের উন্নয়ন নিয়ে সংবাদ সম্মেলন

স্টাফ রির্পোটার

আপডেট : ০৩:১৬ পিএম, সোমবার, ২৫ সেপ্টেম্বর ২০১৭ | ৯৬৬

সংবাদ সম্মেলনে বক্তব্য দেন মীর শওকাত আলী বাদশা এমপি

বাগেরহাটে বর্তমান সরকারের সাফল্য, অর্জন ও উন্নয়ন ভাবনা নিয়ে সংবাদ সম্মেলন হয়েছে। সোমবার (২৫ সেপ্টেম্বর) দুপুর ১২টায় জেলা তথ্য অফিসের আয়োজনে বাগেরহাট প্রেসকাবের মীর জুলফিকার আলী লুলু অডিটরিয়ামে কর্মরত সাংবাদিকদের অবহিতকরণের উদ্দেশ্যে এ সংবাদ সম্মেলন হয়।

এতে প্রধান অতিথি ছিলেন মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি অ্যাডভোকেট মীর শওকাত আলী বাদশা এমপি।

এসময় বক্তব্য দেন জেলা তথ্য কর্মকর্তা মো. ফরিদ উদ্দিন, বাগেরহাট প্রেসকাবের সভাপতি আহাদ উদ্দিন হায়দার, ভারপ্রাপ্ত সাধারণ স¤পাদক শেখ আজমল হোসেন, সাবেক সভাপতি আহসানুল করিম, সাবেক সাধারণ সম্পাদক আলী আকবর টুটুল, সাংবাদিক আজাদুল হক, এস এস শোহান প্রমুখ।

জেলা সহকারী তথ্য কর্মকর্তা পাভেল দাসের সঞ্চালনায় অনুষ্ঠিত এ সংবাদ সম্মেলন লিখিত বক্তব্য পাঠ করেন জেলা তথ্য কর্মকর্তা মো. ফরিদ উদ্দিন।

তিনি বলেন, ২০২১ সালে মধ্যে দেশকে মধ্যম আয়ের দেশে উন্নীত করতে সরকার কাজ করে যাচ্ছে। ২০৪১ সালের মধ্যে বাংলাদেশকে উন্নত রাষ্ট্রে পরিণত করতে সরকার বিভিন্ন কর্মসূচি গ্রহণ করেছে। এর অংশ হিসেবে বাগেরহাটে তথ্য কমপ্লেক্স, রামপাল কয়লা ভিত্তিক বিদ্যুৎ প্রকল্প, মংলা-খুলনা রেললাইন স্থাপনের কাজ শুরু হয়েছে। এছাড়া খানজাহান আলী বিমান বন্দর নির্মাণ কার্যক্রম প্রক্রিয়াধীন। পাশাপাশি বাগেরহাটে চলমান সব উন্নয়ন কার্যক্রম সরকার গুরুত্বের সঙ্গে বিবেচনা করছে।

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত
  • নির্বাচিত