ভ্রাম্যমাণ আদালতের অভিযান

ফকিরহাটে ৯ মামলায় ২৭ হাজার টাকা জরিমানা

ফকিরহাট প্রতিনিধি

আপডেট : ০১:৪৫ এএম, সোমবার, ১৮ জুলাই ২০২২ | ৩৯১

bagerhat24.com

ফকিরহাট উপজেলার বিভিন্ন স্থানে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে ৯টি মামলায় ২৭হাজার টাকা জরিমানা আদায় করা হয়েছে। রোববার (১৭ জুলাই) বিকাল ৪টা থেকে সন্ধ্যা পর্যন্ত এই ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়।

ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন, উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. মনোয়ার হোসেন। ভ্রাম্যমাণ আদালত পরিচালনা কালে তিনি ঢাকা-খুলনা মহাসড়কের ফকিরহাট উপজেলার বিভিন্ন স্থানে পরিবহন আইন লঙ্ঘনের দায়ে সড়ক পরিবহন আইন-২০১৮ অনুযায়ী ০৪টি মামলা দায়ের করা হয়।


উপজেলার বিভিন্ন স্থানে আইন অমান্য করে অবৈধ ভাবে বালু উত্তোলনের দায়ে ও মাটি ব্যবস্থাপনা আইন-২০১০ অনুযায়ী দুটি পৃথক মামলায় ৩ টি অবৈধ ড্রেজার জব্দ করেন ভ্রাম্যমাণ আদালত।

এছাড়া উপজেলার ৩টি করাতকলে অভিযান চালিয়ে আইন লঙ্ঘনের দায়ে করাতকল লাইসেন্স বিধিমালা (২০১২) অনুযায়ী ৩টি মামলা দায়ের করা হয়। এ সময় মহাসড়কে ঝুঁকিপূর্ণ এলাকার একটি অবৈধ করাতকল বন্ধ করে দেন ভ্রাম্যমাণ আদালতের বিজ্ঞ বিচারক ও নির্বাহী ম্যাজিষ্ট্রেট) মো. মনোয়ার হোসেন।

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত
  • নির্বাচিত