কচুয়ায় মৎস্য সপ্তাহ পালিত

কচুয়া প্রতিনিধি

আপডেট : ০১:০৯ এএম, সোমবার, ২৫ জুলাই ২০২২ | ৯৮০

কচুয়ায় ‘জাতীয় সৎস্য সপ্তাহ-২০২২‘ উপলক্ষে র‌্যালি, মাছের পোনা অবমুক্ত ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। রবিবার সকাল ১০টায় জাতীয় মৎস্য সপ্তাহ-২০২২ উদ্যাপন উপলক্ষে ব্যানার ফেস্টুন সহকারে সড়কে র‌্যালি, আলোচনা সভা, স্থনীয় পর্যায়ে মাছ চাষি, ব্যক্তি উদ্যোক্তা, প্রতিষ্ঠানকে মৎস্য পুরস্কার প্রদান, উপজেলার গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠানের জলাশয়ে মাছের পোনা অবমুক্ত করন সহ মৎস্য বিভাগে বর্তমান সরকারের অগ্রগতি ও সফল্যের বিষয়ে প্রামান্য চিত্র প্রদর্শন করা হয়।


এ কর্মসুচির অংশ হিসাবে উপজেলা পরিষদের পুকুরে মাছের পোনা অবমুক্ত করা হয়। এরপর উপজেলা পরিষদ মিলনায়তনে আলোচনা সভায় উপজেলা নির্বাহী অফিসার জীনাত মহলের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন, উপজেলা পরিষদের চেয়ারম্যান নাজমা সরোয়ার।

অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান ফিরোজ আহম্মেদ শিকদার, তাসলিমা বেগম, সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা প্রনব কুমার বিশ্বাস, উপজেলা তথ্য কর্মকর্তা বিজয়া লোপা প্রমূখ।

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত
  • নির্বাচিত