সুন্দরবন সাব-সেক্টর কমান্ডার মেজর জিয়াউদ্দিনের স্মরণসভা

মহিদুল ইসলাম, শরণখোলা

আপডেট : ০১:১৯ এএম, শুক্রবার, ২৯ জুলাই ২০২২ | ৫১৭

দক্ষিণাঞ্চলের মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক ও যুদ্ধকালীন ৯ নম্বর সেক্টরের সুন্দরবন সাব-সেক্টর কমান্ডার মেজর (অব.) জিয়া উদ্দিন আহম্মেদের পঞ্চম মৃত্যু বার্ষিকী উপলক্ষ্যে স্মরণসভা ও দোয়া অনুষ্ঠিত হয়েছে।

সুন্দরবন সাব-সেক্টর অঞ্চলে শরণখোলা মুক্তিবাহিনীর আয়োজনে বৃহস্পতিবার (২৮ জুলাই) বেলা ১১ টায় স্থানীয় মুক্তিযোদ্ধা কমপ্লেক্সে এই স্মরণসভা অনুষ্ঠিত হয়।


ভারতের নৈহাটী ইউথ ক্যাম্প ইনচার্জ ও যুদ্ধকালীন কমান্ডার বীর মুক্তিযোদ্ধা মোজাম্মেল হোসেনের সভাপতিত্বে এবং বীর মুক্তিযোদ্ধা আবু জাফর জব্বারের সঞ্চালনায় অনুষ্ঠিত স্মরণসভায় বক্তৃতা করেন, জেলা আওয়ামীলীগের সদস্য বীর মুক্তিযোদ্ধা এম সাইফুল ইসলাম খোকন, যুদ্ধকালীন ইয়াং অফিসার ও স্টুডেন্ট ক্যাম্প কমান্ডার হেমায়েত উদ্দিন বাদশা, মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার এম এ খালেক খান, বীর মুক্তিযোদ্ধা গোলাম মোস্তফা তালুকদার, বীর মুক্তিযোদ্ধা আবু রাজ্জাক আকন, উপজেলা আওয়ামীলীগের সভাপতি আজমল হোসেন মুক্তা, সাধারণ সম্পাদক আসাদুজ্জামান মিলন, জাতীয় পার্টির সভাপতি বদরুজ্জামান আবু গাজী, শরণখোলা প্রেসক্লাবের সভাপতি ইসমাইল হোসেন লিটন, সাবেক সভাপতি শেখ মোহাম্মদ আলী, বাবুল দাস প্রমুখ।

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত
  • নির্বাচিত