মোংলার মেরিন ড্রাইভ রোডে  প্রকৃতিপ্রেমীদের আড্ডার স্থান

মাসুদ রানা,মোংলাঃ

আপডেট : ১০:৩৬ পিএম, বুধবার, ৩ আগস্ট ২০২২ | ৬৮৩

মোংলার মেরিনড্রাইভ রোডে প্রকৃতিপ্রেমীদের উপচে পড়া ভিড় বাড়ছে দিন দিন । পশুর নদী আর মোংলা নদীর মোহনায় এ পার ওপার মিলে দীর্ঘ প্রায় ৯ কিলোমিটার নদীর কুল ঘেঁষা এ সড়কের দু’ধারে হরেক রকম বৃক্ষ আর বন্যপ্রাণীর প্রতিকৃতি দৃষ্টি কাঁড়ে দর্শনার্থীদের। বাড়তি আকর্ষণ নদীর তীর ভাঙা ছোট ছোট ঢেউ আর পাল তুলে ছুটে চলা নৌকা, পশুর নদীর নোনা জলরাশি।
মেরিন ড্রাইভ রোডের দু’ধারের কাশবন প্রকৃতি প্রেমীদের কাছে যেন এক ভিন্ন আমেজে রূপ নিয়েছে। দুর হতে সুন্দরবনের নয়নাভিরাম দৃশ্য, পড়ন্ত বিকালে, সূর্যাস্তসহ দুষণমুক্ত বাতাসে নিঃশ্বাস নিতে শিশু থেকে নানা বয়সের মানুষ ভিড় করে নদীর তীরবর্তী মেরিন ড্রাইভের এ সড়কে।
সুন্দরবনের পর্যটন স্পট সমূহে দর্শনার্থীদের প্রবেশ যখন বন্ধ থাকে তখন পশুরনদী ও মোংলার নদীর তীরবর্তী এ মেরিন ড্রাইভ রোডে প্রকৃতি প্রেমীদের ভীড় বাড়ে । তবে মেরিন ড্রাইভ রোডে মটরযানসহ বিশৃঙ্খলা বন্ধে রয়েছে মোংলা থানা পুলিশ সহ আইন শৃঙ্খলা বাহিনীর নজরদারী।
উপজেলা নির্বাহী কর্মকর্তা ও পৌর প্রশাসক কমলেশ মজুমদার বলেন, ‘মেরিন ড্রাইভটি এখানকার মানুষের একমাত্র বিনোদনের কেন্দ্রে পরিণত হয়েছে। সুন্দরবন ভ্রমণে নিষেধাজ্ঞা থাকায় দর্শনার্থীরা মেরিন ড্রাইভে ছুটে আসেন আনন্দ উপভোগের জন্য। মেরিন ড্রাইভের পাশে সাফারি পার্ক তৈরির পরিকল্পনা রয়েছে পৌর কর্তৃপক্ষের।’
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত
  • নির্বাচিত