আবারও সাগরে লঘুচাপ, মোংলা বন্দরে থেমে থেমে বৃষ্টি

মোংলা প্রতিনিধি

আপডেট : ০৮:৪৫ পিএম, মঙ্গলবার, ২০ সেপ্টেম্বর ২০২২ | ৩৩৫

প্রতিকী ছবি

ফের উত্তর বঙ্গোপসাগরে লঘুচাপের সৃষ্টি হয়েছে। এর প্রভাবে মঙ্গলবার সকালে ও দুপুরে থেমে থেকে বৃষ্টিপাত হয়েছে মোংলায়। তবে আকাশ কখনও মেঘাচ্ছন্ন ও আবার কখনও রৌদ্রজ্জল আবহাওয়া বিরাজ করছে।


মোংলা আবহাওয়া অফিস ইনচার্জ অমরেশ চন্দ্র ঢালী জানান, রবিবার বিকেলে উত্তর বঙ্গোপসাগরে একটি লঘুচাপের সৃষ্টি হয়েছে। লঘুচাপটি পর্যবেক্ষণ করা হচ্ছে। লঘুচাপটি বাংলাদেশ থেকে অনেক দূরে আর ভারতের কাছাকাছি অবস্থান করছে। তবে এর ফলে সোমবারসহ আগামী দুই তিন দিন মোংলাসহ সংলগ্ন সাগর-সুন্দরবন উপকূলীয় এলাকায় মাঝারী ও ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। তবে এই মুহুর্তে সর্তকতা সংকেত জারির তেমন কোন সম্ভাবনা নেই। কারণ এমন লঘুচাপ সাগরে অহরহ সৃষ্টি হয়ে থাকে, যা এমনিতে আবার নিস্ক্রিয় হয়ে পড়ে। কোন কোনটি নিম্নচাপে রুপ নিয়ে থাকে। তবে বাংলাদেশ অংশে মৌসুমী বায়ু সক্রিয় থাকায় বৃষ্টিপাত হবে বলেও জানান তিনি।

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত
  • নির্বাচিত