সরকারের ঘরে ঘরে বিদ্যুৎ কর্মসূচির আওতায়

মোরেলগঞ্জে বিদ্যুতের আলোয় আলোকিত হচ্ছে ৮৫ পরিবার

মেহেদী হাসান লিপন, মোরেলগঞ্জ

আপডেট : ০৫:৪৭ পিএম, মঙ্গলবার, ২০ মার্চ ২০১৮ | ২১২৫

সরকারের ঘরে ঘরে বিদ্যুৎ কর্মসূচির আওতায় মোরেলগঞ্জ উপজেলার জিউধরা ইউনিয়নের ৮৫ পরিবার বিদ্যুতের আলোয় আলোকিত হচ্ছে। এ নিয়ে ঐ পরিবার সহ এলাকায় হাজার হাজার লোকের মধ্যে চলছে আনন্দের মাতম। ২৪ মার্চ বাগেরহাট-৪ আসনের সংসদ সদস্য আলহাজ¦ ডাঃ মোজাম্মেল হোসেন আনুষ্ঠানিকভাবে এ বিদ্যুৎ সংযোগের উদ্ধোধন করবেন।


জানাগেছে,২০১৪ সালের ডিসেম্বর মাসে অত্র ইউনিয়নের ৫নং ওয়ার্ডে ৪ কি.মি এলাকায় ২ কিস্তিতে সংযোগ স্থাপনের কাজ শুরু হয়। ইতোমধ্যে ১ম কিস্তির ২ কি.মি বিদ্যুৎ সংযোগ স্থাপনের কাজ সমাপ্ত হওয়ার পাশাপাশি আরো ২ কিমি. সংযোগ স্থাপনের কাজ দ্রুত গতিতে চলছে । এতে করে ৫ নং ওয়ার্ডের ২১০টি পরিবার পর্যায়ক্রমে এ বিদ্যুৎ সংযোগের আওতায় আসবে। ৫ নং ওয়ার্ডের ইউপি সদস্য ও ওয়ার্ড আওয়ামীলীগ সভাপতি মোঃ আফজাল মোল্লা বাগেরহাট টুয়েন্টি ফোরকে জানান, বাগেরহাট-৪ আসনের সংসদ সদস্য ডাঃ মোজাম্মেল হোসেন এর সহযোগীতায় এ কর্মসূচি বাস্তবায়ন হচ্ছে। কিন্তÍু সরকারের এ ঘরে ঘরে বিদ্যুৎ সরবরাহের কর্মসূচি বানচাল করার জন্য একটি কুচক্রীমহল উঠে পড়ে লেগেছে। তারা নানাভাবে অপতৎপরতায় লিপ্ত রয়েছে। যাতে করে সরকারের এ কর্মসূচি সফল না হয়। জামায়াত-বিএনপি চক্র অপতৎপতার নানাভাবে মদদ দিয়ে যাচ্ছে।


বিদ্যুতে আলোকিত হচ্ছে সেই পরিবারের পক্ষ থেকে আব্দুল হক হাওলাদার, ফিরোজ মৃধা, আমীর হোসেন মল্লিক, সোহরাব হাওলাদার , জয়নাল মল্লিক সরকারের এ মহতী উদ্দ্যোগে স্বাগত জানান। তারা বিদ্যুৎ পাবার আনন্দে এখন আত্মহারা। উদ্ধোধনী অনুষ্ঠানে উপজেলা চেয়ারম্যান আলহাজ¦ এ্যাড. শাহ-ই-আলম বাচ্চু, উপজেলা নির্বাহী অফিসার মো. কামরুজ্জামান, থানা অফিসার ইন চার্জ মো. রাশেদুল আলম, পল্লী বিদ্যুতের ডিজিএম জুলফিকার আলী সহ আওয়ামীলীগ ও অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত থাকবেন বলে ওই ওয়ার্ডের মেম্বর আফজাল মোল্লা জানান।

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত
  • নির্বাচিত