ফকিরহাটে বিভিন্ন দুর্গামন্দিরে সরকারী চালের ডিও বিতরন

ফকিরহাট প্রতিনিধি

আপডেট : ১১:৪২ পিএম, বৃহস্পতিবার, ২৯ সেপ্টেম্বর ২০২২ | ২৭৭

ফকিরহাট উপজেলা প্রশাসনের আয়োজনে দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রান মন্ত্রনালয়ের আওতাধীন দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তর কর্তৃক আসন্ন শারদীয় দুর্গাপুজা উপলক্ষে মানবিক সহায়তা কর্মসূচির আওতায় ত্রান কার্য চাল (ডিও) বিতরন অনুষ্ঠান বৃহস্পতিবার (২৯ সেপ্টেম্বর) সকাল ১১টায় উপজেলা অডিটোরিয়াম মিলনায়তনে অনুষ্ঠিত হয়েছে।

উপজেলা নির্বাহী কর্মকর্তা মুঃ মনোয়ার হোসেন এর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন, উপজেলা পরিষদ চেয়ারম্যান স্বপন দাশ। বিশেষ অতিথি ছিলেন, ভাইস চেয়ারম্যান মোঃ মোস্তাহীদ সুজা, মহিলা ভাইস চেয়ারম্যান তহুরা খানম, উপজেলা আওয়ামী লীগের (ভারপ্রাপ্ত) সাধারন সম্পাদক আবুল কালাম আজাদ (সাহেব মল্লিক)।


উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা (পিআইও) সাইদা দিলরুবা সুলতানা এর সঞ্চলনায় এতে আরো বক্তৃতা করেন, মডেল থানা পুলিশের পরিদর্শক (ওসি) মুঃ আলীমুজ্জামান, কাটাখালী হাইওয়ে থানা পুলিশের পরিদর্শক (ওসি) মোঃ মিজানুর রহমান, অধ্যক্ষ বটু গোপাল দাস, মন্দির কমিটির নেতা জীবন কৃষ্ণ ঘোষ, প্রজীৎ কুমার মজুমদার, ইউপি চেয়ারম্যান যথাক্রমে মোঃ ইউনুস আলী শেখ, মোঃ ফারুকুল ইসলাম ওমর, এম,ডি সেলিম রেজা, মোঃ রেজাউল করিম ফকির, এ্যাডঃ হীটলার গোলদার, মোড়ল জাহিদুল ইসলাম ও সরদার আমিনুর রশিদ মুক্তি। সভায় ৬৮টি দুর্গামন্দিরে মন্দির প্রতি ৫শত কেজি করে চাল এর ডিও বিতরণ করা হয়।

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত
  • নির্বাচিত