১ থেকে ২২ অক্টোবর ইলিশের প্রজনন মৌসুম 

ইলিশ মাছ ধরলে ১ বছরের জেল

মোরেলগঞ্জ সংবাদদাতা

আপডেট : ০১:৩৮ পিএম, বুধবার, ২৭ সেপ্টেম্বর ২০১৭ | ২০৬৩

উপজেলা টাস্ক কমিটির সভা

ইলিশ প্রজনন মৌসুমে কেউ ইলিশ মাছ ধরলে সেই আইন ভঙ্গকারীর বিরুদ্ধে সর্বনিম্ন ১ বছরের জেল ও জরিমানা বিধান রয়েছে। সেইসাথে এ মৌসুমে ইলিশ মাছ বিপণণ ও মজুদ করা যাবে না। বুধবার সকালে মোরেলগঞ্জ উপজেলা নির্বাহী অফিস কার্যালয়ে অনুষ্ঠিত উপজেলা টাস্ক কমিটির সভায় এ কথা জানানো হয়।

উপজেলা মৎস্য দপ্তরের আয়োজনে, উপজেলা নির্বাহী অফিসার (ভারপ্রাপ্ত) মো.আলমগীর হুসাইন এর সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় শুভেচ্ছা বক্তব্য দেন সিনিয়র উপজেলা সহকারি মৎস্য অফিসার মো. ইয়াকিন আলী। এতে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান আজমিন নাহার, উপজেলা ভাইস চেয়ারম্যান ফাহিমা খাতুন, উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ অনুপম রায় , সমাজ সেবা অফিসার মো. মঞ্জুরুল হাছান, থানা অফিসার ইন-চার্জ (তদন্ত) তারক বিশ্বাস।

অন্যান্যের মধ্যে বক্তব্য দেন, কোস্টগার্ড কন্টিজেন্ট অফিসার ফরিদ আহমেদ,সাংবাদিক মেহেদী হাসান লিপন, শামীম আহসান মল্লিক, উপজেলা মৎস্য কমিটির সভাপতি আবু সালেহ ফরাজী, সম্পাদক মো. আলামীন, মুনসুর আলী প্রমুখ।

১ লা অক্টোবর থেকে ২২ অক্টোবর পর্যন্ত মোট ২২ দিন ইলিশের ডিম ছাড়ার প্রধান প্রজনন মৌসুম ঘোষনা করা হয়েছে। এদিনে ইলিশ মাছ ধরা, বিপণণ ও মজুদ নিষিদ্ধ।

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত
  • নির্বাচিত