বাগেরহাটে প্রথম দিনে এইচএসসি পরীক্ষায় অনুপস্থিত ৩২৫

স্টাফ রিপোর্টার

আপডেট : ০৭:৫৪ পিএম, রোববার, ৬ নভেম্বর ২০২২ | ৩১১

ফাইল ফটো

বাগেরহাটে এইচএসসি পরীক্ষার প্রথম দিনে বিভিন্ন বিভাগের ৩২৫ জন অনুপস্থিত রয়েছেন। সোমবার (০৬ নভেম্বর) বেলা ১১টা থেকে একটা পর্যন্ত অনুষ্ঠিত পরীক্ষায় বাংলা প্রথম পত্র পরীক্ষায় এসব শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন না। যশোর বোর্ডের অধীনে এইসএসসি-তে ৬ হাজার ৬৮৯ জন, কারিগরি শিক্ষা বোর্ডের অধীনে বিজনেস ম্যানেজমেন্ট বিভাগে (বিএম) ২ হাজার ১৮৫ জন এবং মাদরাসা শিক্ষা বোর্ডের অধীনে আলিম পরীক্ষায় ১ হাজার ৬৯৪ জন পরীক্ষার্থী অংশগ্রহন করার কথা ছিল।

এর মধ্যে এইসএসসি-তে ৬ হাজার ৫৫৮ জন, বিএম-এ ২ হাজার ১১৬ জন এবং আলিমে ১ হাজার ৫৬৯ জন পরীক্ষার্থী অংশগ্রহন করেছে। এইসএসসি-তে ১৩১, বিএম-এ ৬৯ এবং আলিমে ১২৫ জন পরীক্ষার্থী অনুপস্থিত ছিলেন। রবিবার (০৬ নভেম্বর) বিকেলে বাগেরহাট জেলা শিক্ষা কর্মকর্তা মোঃ কামরুজ্জামান এসব তথ্য জানিয়েছেন।


তিনি বলেন, শান্তিপূর্ণভাবেই বাগেরহাটে এইচএসসি ও সমমানের প্রথম দিনের পরীক্ষা শুরু হয়েছে। প্রথম দিনে বিভিন্ন বিভাগের ৩২৫ জন পরীক্ষার্থী অনুপস্থিত ছিল।

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত
  • নির্বাচিত