মোংলায় বকনা বাছুর পেলেন জেলেরা

মাসুদ রানা,মোংলা 

আপডেট : ১১:২৩ পিএম, বুধবার, ৩০ নভেম্বর ২০২২ | ৩৪৫

প্রজনন মৌসুমে ইলিশ শিকার না করায় জেলে পরিবারের মাঝে বকনা বাছুর বিতরণ করা হয়েছে। ইলিশ সম্পদ উন্নয়ন ও ব্যবস্থাপনা প্রকল্পের আওতায় জেলেদের বিকল্প কর্মসংস্থানের উপকরণ হিসেবে মোংলায় জেলেদের মাঝে বিনামূল্যে গরুর বাছুর বিতরণ করা হয়। অনুষ্ঠানে ১০ জন জেলে পরিবারকে ১০টি বাছুর দেওয়া হয়।
মোংলা উপজেলায় মোট ৪০ জেলে পরিবারকে এ বকনা বাছুর দেয়া হবে বলে জানায় মৎস্য কর্মকতা।
বুধবার দুপুরে মোংলা উপজেলা মৎস্য দপ্তরের উদ্যোগে আয়োজিত অনুষ্ঠানে উপজেলা নির্বাহী কর্মকর্তা দিপংঙ্কর দাশ সভাপতিত্ব করেন। প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন, বাংলাদেশ পরিবেশ বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের উপমন্ত্রী বেগম হাবিবুর নাহার।
এছাড়াও আরো উপস্থিত ছিলেন, মোংলা উপজেলা পরিষদ চেয়ারম্যান আবু তাহের হাওলাদার, মোংলা থানার অফিসার ইনচার্জ মোহাম্মাদ মনিরুল ইসলাম, মৎস্য কর্মকতা মোঃ জাহিদুল ইসলাম, সহকারী মৎস্য কর্মকর্তা তৌহিদুর রহমান, চাঁদপাই ইউপি চেয়ারম্যান মোল্লা তরিকুল ইসলাম,সাবেক মিঠাখালী ইউপি চেয়ারম্যান মোঃ ইস্রাফিল হাওলাদার, ২ নং ওয়ার্ড কাউন্সিলর মোঃ শরিফুল ইসলাম, কাউন্সিলর মোঃ বাহাদুর মিয়া সহ জেলে পরিবার ও স্থানীয় বিভিন্ন নেতৃবৃন্দ ও উপজেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তা কর্মচারীরা ।
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত
  • নির্বাচিত