মোরেলগঞ্জে গণহত্যা দিবস উপলক্ষে আলোচনা সভা

মোরেলগঞ্জ প্রতিনিধি

আপডেট : ১১:০১ পিএম, রোববার, ২৫ মার্চ ২০১৮ | ৬১৯

২৫ মার্চ গণহত্যা দিবস উপলক্ষে রোববার মোরেলগঞ্জে আলোচনা সভার আয়োজন করা হয়। উপজেলা পরিষদ সভাকক্ষে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা চেয়ারম্যান আলহাজ¦ এ্যাড.শাহ-ই-আলম বাচ্চু।


উপজেলা নির্বাহী অফিসার মো. কামরুজ্জামান এর সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা পরিষদের সদস্য আফেরোজা আকতার লিনা, ভাইস চেয়ারম্যান ফাহিমা খাতুন। বক্তব্য রাখেন সমাজ সেবা কর্মকর্তা মঞ্জুরুল হাচান, প্রধান শিক্ষিকা হোসেনে আরা হাসি, সাংবাদিক গনেশ পাল প্রমুখ।


সভায় বক্তারা বলেন, ১৯৭১ সালের ২৫ মার্চ রাতে তৎকালিন পূর্ব পাকিস্তানের মুক্তিকামী নিরস্ত্র বাঙালির উপর পশ্চিম পাকিস্তানের হানাদার বাহিনী অতর্কিতে হামলা চালিয়ে নির্বিচারে গণহত্যা চালায় । কিন্তু তাদের সে উদ্দেশ্যে সফল হতে দেয়নি এদেশের বাঙালীরা। এদেশের মানুষ বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ডাকে ঝাঁপিয়ে পড়ে পাকিস্তানী বাহিনী হটিয়ে সবুজের বুকে লাল পতাকা উপহার দেয়।


আলোচনা সভায় সরকারি,বেসরকারি প্রতিষ্ঠানের কর্মকর্তা, শিক্ষক-শিক্ষিকা, রাজনৈতিক নেতৃবৃন্দ, সুধিজন,সাংবাদিকবৃন্দ অংশগ্রহন করেন।

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত
  • নির্বাচিত