কচুয়ায় কমিউনিটি ভিত্তিক অপুষ্ঠি ব্যবস্থাপনা বিষয়ক তিন দিনের প্রশিক্ষন শুরু

কচুয়া প্রতিনিধি

আপডেট : ০৪:৩৬ পিএম, মঙ্গলবার, ২০ ডিসেম্বর ২০২২ | ৩৩৬

পুষ্ঠি উন্নয়নে অংশগ্রহন মুলক সমন্বিত প্রকল্প ক্রেইন) কমিউনিটি ভিত্তিক অপুষ্ঠি ব্যবস্থাপনা বিষয়ক তিন দিনের প্রশিক্ষনে প্রধান অতিথি হিসাবে উপস্থিত থেকে শুভ উদ্ভোধন করেন, জেলা সিভিল সার্জন ডা.জালাল উদ্দিন।

বিশেষ অতিখি ছিলেন, কচুয়া প্রেসক্লাবের সভাপতি খোন্দকার নিয়াজ ইকবাল,আবাসিক মেডিকেল অফিসার (আরএমও) ডা. মনিশংকর পাইক, ক্রেইন প্রকল্প কনসার্ন ওয়ার্ল্ড ওয়াইড নিউটেশন কো-অর্ডিনেটর হোসনে আরা বেগম, ক্রেইন প্রকল্প জেজেএস এর প্রজেক্ট কো-অর্ডিনেটর এমডি.মামুনুর রশিদ।

মঙ্গলবার সকালে কচুয়া প্রেসক্লাবের মীর সাখাওয়াত আলী দারু মিলনায়তনে ক্রেইন প্রকল্প জেজেএস এর উপজেলা সমন্বয়কারী মাহফুজা আক্তার মনির সভাপতিত্বে এসময়ে ইউনিয়ন ফ্যাসিলেটেটর মো.শরীফুর ইসলাম সহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।

এতে উপজেলা কমিউনিটি ক্লিনিকের সিএইচসিপি, এইচএ এবং এফডাব্লিউএ অংশ গ্রহন করেন।

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত
  • নির্বাচিত