ফকিরহাটে ভ্রাম্যমাণ আদালতে মাদকসেবীর জেল-জরিমানা

ফকিরহাট প্রতিনিধি

আপডেট : ১২:১৬ এএম, শুক্রবার, ১৩ জানুয়ারী ২০২৩ | ৪৭৬

ফকিরহাটে মাদক সেবনের অপরাধে মো. রবিউল ইসলাম (৩০) নামের একজন যুবককে ২ মাসের কারাদ- ও ৫০০ টাকা জরিমানা প্রদান করেছেন ভ্রাম্যমাণ আদালত। উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট বিধান কান্তি হালদার এই ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন।


বৃহস্পতিবার (১২ই জানুয়ারি) সকাল ১০টায় খুলনা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের গোয়েন্দা শাখার উপ-পরিদর্শক মোসা. রাফিজা আক্তার উপজেলার পিলজংগ ইউনিয়নের টাউন নওয়াপাড়া গ্রাম থেকে মো. রবিউল ইসলামকে গ্রেপ্তার করেন। এসময় তার কাছ থেকে ২০ গ্রাম গাঁজা উদ্ধার করেন। রবিউল ইসলাম টাউন নওয়াপাড়া গ্রামের আবু আলী শেখের পুত্র।

এরপর আটককৃত রবিউলকে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন ২০১৮এর (৪২)এর ১ ধারায় ২মাসের বিনাশ্রম কারাদ- ও ৫০০টাকা জরিমাণা প্রদান করা হয়। বিষয়টি নিশ্চিত করে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট বিধান কান্তি হালদার বলেন, “জনস্বার্থে মাদক বিরোধী অভিযান অব্যাহত থাকবে।”

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত
  • নির্বাচিত