কৃষকদের নিয়ে কথা বলার মত কেউ নেই -লাকী আক্তার

চিতলমারী প্রতিনিধি

আপডেট : ০৯:৩৯ পিএম, বৃহস্পতিবার, ১৯ জানুয়ারী ২০২৩ | ৪৮২

‘আজ কৃষকদের নিয়ে কথা বলার মত কেউ নেই। আমরা যখন কৃষকদের নিয়ে কথা বলতে চাই। তখন আমাদের টুটি চেপে ধরা হয়। আমাদেরকে বলা হয়, ওই দেখো ডিজিটাল নিরাপত্তা আইন। বেশী কথা বলো না। অথচ দেখেন রাজনীতিতে আজকে কৃষি প্রশ্নটা নেই।’-কথা গুলো বলেছেন বাংলাদেশ কৃষক সমিতি কেন্দ্রীয় কমিটির সদস্য ও গণজাগরণ মঞ্চের সংগঠক লাকী আক্তার। বৃহস্পতিবার (১৯ জানুয়ারী) বিকেল ৫ টায় বাগেরহাটের চিতলমারী উপজেলা কৃষক সমিতির দ্বি-বার্ষিক সম্মেলনে কেন্দ্রীয় শহীদ মিনারে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
তিনি আরও বলেন, ‘কয়েকদিন আগে ইসলামী ব্যাংকের কথা জেনেছেন। ব্যাপক ভাবে লুটপাটের কথা শুনেছেন। দেশ থেকে হাজার কোটি টাকা পাচার হয়ে গেছে। তাঁরা লোন পায় কোটি কোটি টাকা। তাঁদের সার্টিফিকেট লাগে না। ভোটার আইডি কার্ডটিও লাগে না। আর বাংলাদেশের কৃষক দ্বারে দ্বারে ঘোরে সে সামান্য টাকার ঋণ ঠিকমত পায় না।’
সম্মেলনের উদ্বোধক ছিলেন বাংলাদেশ কৃষক সমিতি কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি কাজী সোহরাব হোসেন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বাগেরহাট জেলা সিপিবির সাধারণ সম্পাদক ফররুখ হাসান জুয়েল।
চিতলমারী উপজেলা কৃষক সমিতির সভাপতি খান সেকেন্দার আলীর সভাপতিত্বে ও সাংগঠনিক সম্পাদক পংকজ রায়ের সঞ্চালনায় এসময় বক্তব্য রাখেন, বাংলাদেশ ক্ষেতমজুর সমিতির কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি মৃন্ময় মন্ডল, সহ-সভাপতি শৈলেন্দ্রনাথ বাদল, চিতলমারী উপজেলা কৃষক সমিতির সাধারণ সম্পাদক সুখময় বিশ্বাস প্রমুখ।
সম্মেলনে গণ-সংগীত পরিবেশন করেন উদীচী শিল্পীগোষ্ঠী বাগেরহাট জেলা সংসদের সদস্য সচিব দাস কালিদাস ও তাঁর দল।
সম্মেলন শেষে ৩১ সদস্য বিশিষ্ট কমিটি গঠন করা হলেও তাৎক্ষনিক ভাবে সভাপতি ও সম্পাদকের নাম ঘোষণা করা হয়নি।
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত
  • নির্বাচিত