শেখ হেলাল উদ্দীন সরকারী কলেজে পাঠদানের উদ্বোধন ও বৃত্তি প্রদান

ফকিরহাট প্রতিনিধি

আপডেট : ১১:৩০ পিএম, বুধবার, ১ ফেব্রুয়ারী ২০২৩ | ৪৩৪

ফকিরহাটের শুভদিয়ায় অবস্থিত শেখ হেলাল উদ্দীন সরকারি কলেজের উদ্যোগে একাদশ শ্রেণির পাঠদানের শুভ উদ্বোধন এবং শিল্পপতি এস এম আবুল হোসেন বৃত্তি প্রদান অনুষ্ঠান বুধবার (১লা জানুয়ারী) সকাল ১০টায় কলেজের স্বপন দাশ অডিটোরিয়াম মিলনায়তনে অনুষ্ঠিত হয়েছে।


উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ মনোয়ার হোসেন এর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, কলেজের প্রতিষ্ঠাতা ও উপজেলা পরিষদের চেয়ারম্যান স্বপন দাশ।


সহকারী অধ্যাপক সালমা খাতুন এবং প্রভাষক মোঃ সাইদুর রহমান এর যৌথ সঞ্চালনায় অনুষ্ঠানে আরো বক্তৃতা করেন, কলেজ অধ্যক্ষ বটু গোপাল দাস, সহকারী অধ্যাপক মৃত্যুঞ্জয় কুমার দাস, সোনালী ব্যাংক গৌরম্ভা বাজার শাখার ব্যবস্থাপক শেখ রাসেল আহম্মেদ, শুভদিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ ফারুকুল ইসলাম ওমর, বিশিষ্ট সমাজসেবক ও শিক্ষানুরাগী আলহাজ্ব সিদ্দিক আলী প্রমুখ।

অনুষ্ঠানে ৫০জন শিক্ষার্থীদের মধ্যে শিল্পপতি এস এম আবুল হোসেন শিক্ষাবৃত্তি প্রদান করা হয়। শেষে অতিথিবৃন্দরা কলেজের অভ্যান্তরিন সড়কে ইউনিব্লক দিয়ে উন্নয়ন কাজের উদ্বোধন এবং রূপা চৌধুরী লাইব্রেরি সরেজমিনে পর্যবেক্ষণ করেন।

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত
  • নির্বাচিত