মোরেলগঞ্জে মেলার দিঘিতে নেমে গৌরনদীর শিশু ছাত্র নিহত

মোরেলগঞ্জ প্রতিনিধি

আপডেট : ১১:৪১ পিএম, শুক্রবার, ১০ ফেব্রুয়ারী ২০২৩ | ৪৫১

মোরেলগঞ্জের দৈবজ্ঞহাটিতে মা-বাবার সাথে একটি বার্ষিক ওরসে যোগ দিতে গিয়ে দীঘিতে পড়ে ফাহিম শেখ(১২) নামে এক শিশু ছাত্র নিহত হয়েছেন। শুক্রবার দুপুর ১ টার দিকে যোকা দরবার শরীফ নামে পরিচিত হযরত শাহ্ সুফি রজ্জব শাহ (রাঃ) এর ১০৩ তম বার্ষিক ওরশ মাহফিলে এ ঘটনা ঘটে। নিহত ফাহিম বরিশালের গৌরনদী উপজেলার দক্ষিণ বিজয়পুর গ্রামের দিনমজুর আবুল কালামের ছেলে। সে ৬ষ্ট শ্রেণির ছাত্র ছিল।
জানা গেছে, শিশু ফাহিম মাহফিলের শেষ দিন আজ দুপুরে তার মা ফাহিমা বেগমের সাথে দীঘিতে গোসল করতে নেমে অসতর্কতাবশত ডুবে যায়। প্রায় ৫ ঘন্টা নিখোঁজ থাকার পরে মোরেলগঞ্জ ফায়ার সার্ভিস ও খৃলনা ফায়ার সার্ভিসের একটি ডুবুরী দল শিশুটিকে উদ্ধার করে মোরেলগঞ্জ হাসপাতালে নিলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
এ বিষয়ে থানার ওসি মো. সাইদুর রহমান বলেন, গৌরনদীর এক শিশু ওরস মাহফিলে এসে পানিতে ডুবে মারা গেছে বলে শুনেছি। ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে।
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত
  • নির্বাচিত