কচুয়ায় ৩৭ বীর মুক্তিযোদ্ধা পেলেন বীর নিবাস

কচুয়া প্রতিনিধি

আপডেট : ১২:৫৯ এএম, বৃহস্পতিবার, ১৬ ফেব্রুয়ারী ২০২৩ | ৩৯৯

কচুয়ায় ৩৭ জন অসচ্ছল বীর মুক্তিযোদ্ধা বীর নিবাস পেয়েছেন। বুধবার (১৫ ফেব্রুয়ারী) সকালে মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ের উদ্যোগে বাস্তবায়নাধীন ‘অসচ্ছল বীর মুক্তিযোদ্ধাদের জন্য আবাসন নির্মান’ প্রকল্পের আওতায় নির্মিত ‘বীর নিবাস’ হস্তান্তর কার্যক্রমের উদ্বোধনী অনুষ্ঠানের মাধ্যমে তাঁরা এ বীর নিবাস পেলেন। উদ্বোধনী অনুষ্ঠানে প্রধানমন্ত্রী শেখ হাসিনা গণভবন থেকে ভার্চুয়ালি ওসমানী স্মৃতি মিলনায়তনে অংশগ্রহণ করেন। এ উপলক্ষে এদিন সকালে কচুয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোছাঃ তাছমিনা খাতুন এর সভাপতিত্বে উপজেলা সভা কক্ষে এক আলোচনা সভা হয়।

এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, উপজেলা পরিষদ চেয়ারম্যান নাজমা সরোয়ার, থানা অফিসার ইনচার্জ (ওসি) মো.মনিরুল ইসলাম, ভাইস চেয়ারম্যান শিকদার ফিরোজ আহমেদ,উপজেলা সমাজসেবা অফিসার মো.হাসিবুর রহমান,বীরমুক্তিযোদ্ধা শিকদার হাবিবুর রহমান, খোন্দকার সামচুল হক, শেখ অনোয়ার হোসেন, আলী আকবর প্রমুখ।

এছাড়া সভায় বীর মুক্তিযোদ্ধা, বিভিন্ন দপ্তরের প্রধান, জনপ্রতিনিধি, সাংবাদিক ও সংশ্লিষ্ঠ ঠিকাদারগণেরা উপস্থিত ছিলেন।

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত
  • নির্বাচিত