ফকিরহাটে বারি গম-৩৩ এর কৃষক মাঠ দিবস

ফকিরহাট প্রতিনিধি

আপডেট : ১০:৪০ পিএম, বুধবার, ১৫ মার্চ ২০২৩ | ৩০১

ফকিরহাট উপজেলা কৃষি অধিদপ্তরের আয়োজনে ২০২২-২৩অর্থ বছরে রবি মৌসুমে ক্লাইমেড স্মার্ট প্রযুক্তির মাধ্যমে খুলনা কৃষি অঞ্চলের জলবায়ু পরিবর্তন অভিযোজন প্রকল্পের আওতায় বারি গম-৩৩ এর কৃষক মাঠ দিবস বুধবার (১৫মার্চ) পিলজংগ ইউনিয়নের টাউন নওয়াপাড়ার শেকেরডাঙ্গা গমের ক্ষেতে সকাল সাড়ে ১১টায় অনুষ্ঠিত হয়েছে।

কৃষক নুর মোহম্মদ শেখ এর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন, জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের অতিরিক্ত উপ-পরিচালক (উদ্যান) কৃষিবিদ আব্দুস সালাম। উপ-সহকারী কৃষি কর্মকর্তা বিপুল কুমার পাল এর সঞ্চালনায় এতে উপস্থিত থেকে আরো বক্তৃতা করেন, উপ-সহকারী কৃষি কর্মকর্তা তানিয়া রহমান, বিপ্লব কুমার দাশ, মোঃ সোলায়মান মন্ডল, কৃষক আব্দুর রশিদ ও আব্দুর রাজ্জাক মোল্লা সহ বিভিন্ন কৃষক/কৃষাণীবৃন্দ। অনুষ্ঠানে শতাধিক কৃষক/কৃষাণীরা উপস্থিত ছিলেন।

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত
  • নির্বাচিত