বাগেরহাটে নারী নেতৃত্ব বিকাশে কর্মশালা .

স্টাফ রিপোর্টার

আপডেট : ১১:০৭ পিএম, বুধবার, ১৫ মার্চ ২০২৩ | ৩৪১

বাগেরহাটে নারীর নেতৃত্ব বিকাশ ও রাজনৈতিক ক্ষমতায়নের লক্ষ্যে প্রতিবন্ধকতা বিষয়ে কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। বুধবার সকালে বাগেরহাট জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে বেসরকারি উন্নয়ন সংস্থার ওয়াদা’র আয়োজনে অ্যাডভোকেসী ও শেয়ারিং কর্মশালায় প্রধান অতিথি ছিলেন, বাগেরহাটে জেলা প্রশাসক মোহাম্মদ আজিজুর রহমান।


এসময় বাগেরহাট জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা ঝুমুর বালা, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) হাফিজ- আল- আসাদ, বাগেরহাট সদর উপজেলা আওয়ামীলীগের সভাপতি ও ষাটগম্বুজ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শেখ আকতারুজ্জমান বাচ্চু, বাগেরহাট সদর উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান রিজিয়া পারভীন, শিক্ষাবীদ অধ্যাপক মোজাফফর হোসেন প্রমুখ। কর্মশালায় বাগেরহাট জেলার বিভিন্ন রাজনৈতিক দল ও নারী সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

আয়োজকরা জানান, স্থানীয় সরকার প্রতিষ্ঠানগুলোর জনপ্রতিনিধি নির্বাচনে নারীদের এক-তৃতীংশ কোটা থাকায় অনেকাংশে এগিয়েছে। আশানুরূপ না হলেও বিভিন্ন ক্ষেত্রে বেড়েছে নারীর অন্তর্ভুক্তি।

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত
  • নির্বাচিত