বাগেরহাটে প্রশ্নপত্র ফাঁসের প্রতিরোধে সনাকের মানববন্ধন

স্টাফ রিপোর্টার

আপডেট : ০৪:১৫ পিএম, রোববার, ১ এপ্রিল ২০১৮ | ৭০০

“শিক্ষাখাতে সুশাসন ও মেধা ভিত্তিক বাংলাদেশ, চাই পরিক্ষায় প্রশ্ন ফাঁসের কার্যকর নিয়ন্ত্রন” এই প্রতিপাদ্যকে সামনে রেখে বাগেরহাটে মানববন্ধন কর্মসুচি পালন করেছে।

রোববার সকালে বাগেরহাট প্রেসক্লাবের সামনে সচেতন নাগরিক কমিটির ব্যানারে এই মানবন্ধন কর্মসুচি পালন করা হয়। মানববন্ধনে বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীরা ছাড়াও সামাজিক সংগঠনের প্রতিনিধিরা অংশ নেন।


মানববন্ধনে বক্তব্য দেন সনাকের সভাপতি প্রফেসর চৌধুরী আব্দুর রব, সহসভাপতি এবিএম মোশাররফ হুসাইন, সদস্য এ্যাডভোকেট রামকৃষ্ণ বসু, অধ্যাপক মোজাফফর হোসেন, রিজিয়া পারভিন, ডা. জ্ঞান রঞ্জন চক্রবর্তী প্রমুখ।


মানববন্ধন থেকে প্রশ্নপত্র ফাঁসের প্রতিরোধে ৯ দফা সুপারিশ পত্র সরকারের কাছে তুলে ধরেন।

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত
  • নির্বাচিত