বাগেরহাটে বিশ্ব অটিজম দিবস পালিত

স্টাফ রিপোর্টার

আপডেট : ০২:৫০ পিএম, সোমবার, ২ এপ্রিল ২০১৮ | ৫৮২

বিশ্ব অটিজম সচেতনতা দিবস উপলক্ষে বাগেরহাটে র‌্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার সকালে বাগেরহাট নিরাপদ আবাসন কেন্দ্রের সামনে থেকে এক বর্নাঢ্য র‌্যালি শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে নিরাপদ আবাসন কেন্দ্র মিলনায়তনে আলোচনা সভায় মিলিত হয়।


আলোচনা সভায় প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন বাগেরহাটের অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মামুন উল হাসান। বাগেরহাট জেলা সমাজসেবা কার্যালয় উপপরিচালক কানিজ মোস্তফার সভাপতিত্বে বক্তব্য দেন বাগেরহাটের সিভিল সার্জন ডা.অরুন চন্দ্র মন্ডল, ডেপুটি সিভিল সার্জন পুলক দেবনাথ, বাগেরহাট প্রতিবন্ধি বিষয়ক কর্মকর্তা শামিম হাসান, উদয়ন বাংলাদেশ এর পরিচালক আসাদুজ্জামান শেখ প্রমুখ।

অনুষ্ঠানে নিউরো ডেভলপমেন্টাল প্রতিবন্ধী সুরক্ষা ট্রাস্ট এর পক্ষ থেকে অটিস্টিকদের মাঝে আর্থিক অনুদান প্রদান করা হয়। জেলার ১৫ জন অটিস্টিক ব্যক্তিকে ৫’ হাজার টাকা করে মোট ৭৫ হাজার টাকার চেক প্রদান করা হয়।

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত
  • নির্বাচিত