জেলা হাসপাতালে অটিজম চিকিৎসক নিয়োগের দাবী

বাগেরহাটে বিশ্ব অটিজম দিবস পালিত

স্টাফ রিপোর্টার

আপডেট : ০৯:৪১ পিএম, রোববার, ২ এপ্রিল ২০২৩ | ৩৫৪

বাগেরহাটে বিশ্ব অটিজিম দিবসে ৯ জন প্রতিবন্ধীকে হুইলচেয়ার দেওয়া হয়েছে। রবিবার দুপুরে জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে জেলা প্রশাসক মোহাম্মদ আজিজুর রহমান (বিপিএএ) প্রতিবন্ধীদের কাছে চেয়ার হস্তান্তর করেন। এসময় প্রতিবন্ধীরা সন্তোষ প্রকাশ করেন।

এরপর "রূপান্তরের অভিযাত্রায় সবার জন্য নিউরোবান্ধব অন্তর্ভুক্তিমূলক বিশ্বগঠন" এই প্রতিপাদ্য বিষয়কে সামনে রেখে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে জেলা সমাজসেবা অধিদপ্তরের উপ-পরিচালক এস. এম রফিকুল ইসলাম এর সভাপতিত্বে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।


এসময় বক্তব্য রাখেন, অতিরিক্ত জেলা প্রশাসক হাফিজ আল আসাদ, এডিএম আব্দুল জব্বার, ২৫০ শয্যা হাসপাতালের তত্ত্বাধায়ক অসীম কুমার সমদ্দার, ডিসিএস ডা: হাবিবুর রহমান, অধ্যাপক মোজাফ্ফর হোসেন, এ্যাড: শরীফা হেমায়েত রিজিয়া পারভিন, আহাদ হায়দার, বাবুল সরদার, ডা: সংগ্রাম কুন্ডু প্রমুখ।

বক্তারা অটিজম শিশুদের সুরক্ষায় বর্তমান সরকারের নানামুখী কার্যকর উদ্যোগ তুলে ধরেণ। এ বিষয়ে ব্যাপক জনসচেতনতা সৃষ্টি-সহ আরও পূর্ণবাসন কেন্দ্র স্থাপন এবং জেলা পর্যায়ে প্রতিটি হাসপাতালে অটিজম চিকিৎসক নিয়োগ দেওয়ার আহব্বান জানান।

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত
  • নির্বাচিত