নাচে গানে শেষ হল দুর্নীতি প্রতিরোধ সপ্তাহ-২০১৮

শরণখোলায় দুর্নীতির বিরুদ্ধে শপথ নিল তিন শতাধিক শিক্ষার্থী

মহিদুল ইসলাম, শরণখোলা

আপডেট : ০৪:৩১ পিএম, সোমবার, ২ এপ্রিল ২০১৮ | ২৩৬২

শরণখোলায় নাচ, গান, কবিতা আŸৃতি, রচনা ও বিতর্ক প্রতিযোগীতার মধ্য দিয়ে শেষ হলো দুর্নীতি প্রতিরোধ সপ্তাহ-২০১৮। এদিন দুর্নীতির বিরুদ্ধে শপথ নিয়েছে সমাপনি অনুষ্ঠানে উপস্থিত উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের তিন শাতাধিত শিক্ষার্থী। আরকেডিএস পাইলট উচ্চ বালিকা বিদ্যালয় মিলনায়তনে সোমবার সকাল ১১টা থেকে দুপুর আড়াইটা পর্যন্ত চলে এ অনুষ্ঠান।

উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি বাগেরহাট সরকারি পিসি কলেজের সাবেক অধ্যক্ষ মো. আব্দুস ছাত্তার আকনের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন রায়েন্দা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আসাদুজ্জামান মিলন।

বিশেষ অতিথি ছিলেন উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মো. নূরুজ্জামান খান, মহিলা বিষয়ক কর্মকর্তা মো. আব্দুল হাই. প্রেসকাবের সাধারণ সম্পাদক মহিদুল ইসলাম, ভাসনী কিন্ডার গার্টেনের অধ্যক্ষ সদানন্দ হালদার, মুক্তিযোদ্ধা হেমায়েতউদ্দিন বাদশা, হুমায়ুন কবির, মাষ্টার হারুন অর রশিদ ও আলমগীর হোসেন মিরু।


অনুষ্ঠান পরিচালনা করেন উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সাধারণ সম্পাদক মো. বদিউজ্জামান বাদল ও আরকেডিএস বালিকা বিদ্যালয়ের সহকারী শিক্ষক রাশিদা আক্তার। অনুষ্ঠানে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষকরা উপস্থিত ছিলেন।

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত
  • নির্বাচিত