আত্মসমর্পণকারী দস্যুদের হাতে র‌্যাবের ঈদ উপহার

মোংলা প্রতিনিধি

আপডেট : ১০:২১ পিএম, সোমবার, ১৭ এপ্রিল ২০২৩ | ৩৬৭

সুন্দরবনের আত্মসমর্পণকারী ২৮৪ জন জলদস্যুদের হাতে ঈদ সামগ্রী তুলে দিলেন র‌্যাব-৮ এর সদস্যরা। সোমবার (১৭ এপ্রিল) সকাল সাড়ে ১০ টায় মোংলা বন্দরের পিকনিক কর্নার এলাকায় র‌্যাব-৮ এর অধিনায়ক লেঃ কর্নেল মাহমুদুল হাসান বন দস্যুদের মাঝে এই খাদ্য সামগ্রী বিতরণ করেন।


সুন্দরবনের আত্মসমর্পণকারী ২৭টি বাহিনীর এই বন দস্যুদের হাতে দেওয়া খাদ্য সামগ্রীর মধ্যে ছিলো পোলাও চাল, তেল, ঘি, সেমাই, চিনি, দুধ, লবন, কিসমিস, জিরা, মসল্লা, পেয়াজ, আলু ও বাদাম।


এসময় লেঃ কর্নেল মাহমুদুল হাসান বলেন, ২০১৮ সালের ১ নভেম্বর সুন্দরবনকে জলদস্যু মুক্ত ঘোষণা করার পর সেখানে এখন সু-বাতাস বইছে। অপহরণ-হত্যা লুট ও জেলে বহড়ে হামলা এখন তিরোহিত। জেলেদের কষ্টার্জিত উপার্জনের ভাগও কাউকে দিতে হচ্ছে না। মাওয়ালী, বাওয়ালী, বনজীবী, বন্যপ্রাণী এখন সবাই নিরাপদে রয়েছে। প্রধানমন্ত্রীর সঠিক দিক নির্দেশনায় এবং স্বরাষ্ট্রমন্ত্রীর প্রত্যক্ষ তত্ত্ববধান ও র‌্যাবের সক্রিয় অংশগ্রহনে সুন্দরবন আজ জলদস্যু মুক্ত। যারা দস্যুতা ছেড়ে ভাল পথে এসেছে তাদের আগামী দিনের জীবন গঠনে কাজ করে যাচ্ছে র‌্যাব-৮।

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত
  • নির্বাচিত