বীর মুক্তিযোদ্ধাকে লাঞ্ছিত করার ঘটনা তদন্তের নির্দেশ মন্ত্রীর

মশিউর রহমান মাসুম, মোরেলগঞ্জ

আপডেট : ০৯:০৩ পিএম, বুধবার, ১৯ জুলাই ২০২৩ | ৩১৫

মোরেলগঞ্জে মুক্তিযোদ্ধাকে লাঞ্ছিত করার ঘটনা তদন্ত করে দোষীদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহনের নির্দেশ দিয়েছেন মুক্তিযোদ্ধা বিষয়ক মন্ত্রী বীর মুক্তিযোদ্ধা আ.ক.ম. মোজাম্মেল হক এমপি। মন্ত্রী বুধবার দুপুরে মোরেলগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তাকে ফোনে এ নির্দেশ দেন।



নির্বাহী কর্মকর্তা এসএম তারেক সুলতান বলেন, গত মঙ্গলবার বেলা ১১ টার দিকে খারইখালী গ্রামের বীর মুক্তিযোদ্ধা মো. শাহজাহান শেখকে (৭০) উপজেলা পরিষদ এলাকায় একদল দুর্বৃত্ত তাকে লাঞ্ছিত করে। ঘটনার বিষয়ে মুক্তিযোদ্ধা বিষয়ক মন্ত্রণালয়ের মন্ত্রী মহোদয় খোঁজ খবর নেন। তিনি এ সময় ঘটনাটি তদন্ত করে দ্রুত আইনগত ব্যবস্থা নেওয়ারও নির্দেশ দিয়েছেন।

বীর মুক্তিযোদ্ধা শাহজাহান শেখ বলেন, ২০১৩ সাল থেকে মুক্তিযোদ্ধা হিসেবে তালিকাভূক্ত হওয়ার জন্য চেষ্টা করছেন মোরেলগঞ্জ-শরণখোলা আসনের এমপি আমিরুল আলম মিলন। তিনি আসলে মুক্তিযোদ্ধা নন। আমি (শাহজাহান শেখ) তার বিরুদ্ধে জামুকায় অভিযোগ দায়ের করেছি। সে কারনে এমপির লোক জনি আমাকে লাঞ্ছিত করেছে।

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত
  • নির্বাচিত