২০ লক্ষ টাকার ক্ষতি

আগুনে পুড়ে বসতবাড়ী ছাই

স্টাফ রিপোর্টার

আপডেট : ০১:২৫ পিএম, শুক্রবার, ২৮ জুলাই ২০২৩ | ৫৮৬

আগুনে পুড়ে বসতবাড়ী ছাই

আগুনে পুড়ে বসতবাড়ী পুরো ছাই হয়ে গেছে। বৃহস্পতিবার রাত দুইটার দিকে বাগেরহাটের মোরেলগঞ্জ উপজেলার হোগলাপাশা ইউনিয়ন পরিষদের পিছনে গোবিন্দপুর গ্রামে এ ঘটনা ঘটে। খবর পেয়ে ফায়ার সার্ভিস ঘটনাস্থলে পৌছানোর আগেই বসত ঘরটি সম্পুর্ণ ভস্মিভুত হয়ে যায়। এতে ওই পরিবারের আনুমানিক ২০ লক্ষ টাকার ক্ষতি হয়েছে। তবে কি কারনে অগ্নিকান্ডের ঘটনা ঘটেছে তা কেউ নিশ্চিত করতে পারেনি।

ক্ষতিগ্রস্থ পরিবার, পুলিশ, ফায়ার সার্ভিস ও স্থানীয়রা ধারনা করছেন, বৈদ্যুতিক সর্টসার্কিটের কারনে এ দুর্ঘটনা ঘটেছে।


ক্ষতিগ্রস্ত পরিবারের সদস্য বিপ্লব রায় জানান, বৃহস্পতিবার রাত দুইটার দিকে আগুন লাগে। এদিন অসিত কুমার রায় তার স্ত্রী ও এক ছেলে ঘুমাচ্ছিল। তারা হঠাৎ জেগে দেখে সম্পূর্ণ ঘরে আগুন ধরে গেছে। তাড়াহুড়া করে তারা বেরিয়ে আসে। শুধু একটি মোবাইল এবং দুই বস্তা সুপারি ছাড়া আর কিছুই বের করতে পারেননি। ঘরের অন্যান্য সদস্যরা বেড়াতে গিয়েছিলো। তিনি (বিপ্লব রায়) তার কর্মস্থলে ছিলেন। অসিত কুমার রায় এবং প্রভাংশু রায় এর যৌথ পরিবার তাদের ছেলেমেয়ে নিয়ে ওই ঘরে বসবাস করতেন। তবে ঘটনার সময় পরিবারের তিন সদস্য ওই বাড়ীতে ছিলেন। অগ্নিকান্ডে একটি মোটরসাইকেল, ফ্রিজ, টিভি, ছয়টি ফ্যান, স্বর্ণালংকার, মুল্যবান কাগজপত্র সহ অন্যান্য সব জিনিসপত্র পুড়ে ছাই হয়ে গেছে।

মহিষপুরা ফাঁড়ি পুলিশ ওই রাতেই ঘটনাস্থল পরিদর্শন করেছে।

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত
  • নির্বাচিত