ভাইয়ের স্মরণে ২০০০ আমের চারা বিতরণ

এস এস সাগর

আপডেট : ০১:২৫ এএম, বৃহস্পতিবার, ৩ আগস্ট ২০২৩ | ৩৮৯

সন্ত্রাসীদের গুলিতে ২০০০ সালের ২০ আগস্ট বাগেরহাটের শহরের প্রাণকেন্দ্র সাধনার মোড়ে ছোট ভাই নিহত হন। সেই ছোট ভাই এ্যাড. কালিদাস বড়ালের স্মরণে বড় ভাই অশোক কুমার বড়াল চিতলমারী উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক ও শিক্ষার্থীদের মাঝে ২০০০ আমের চার বিতরণ করেছেন। বুধবার (২ আগস্ট) বিকেলে চরডাকাতিয়া মাধ্যমিক বিদ্যালয়ে বিতরণের মধ্যে দিয়ে এ কর্মসূচি শেষ হয়।

প্রয়াত এ্যাড. কালিদাস বড়াল চিতলমারী উপজেলা পরিষদের সাবেক চেয়ানম্যান ও জেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি এবং হিন্দু, বৌদ্ধ ও খ্রীষ্টান ঐক্য পরিষদের কেন্দ্রীয় নেতা ছিলেন। অশোক কুমার বড়াল চিতলমারী উপজেলা পরিষদের বর্তমান চেয়ারম্যান ও কালিদাস বড়াল স্মৃতি মহাবিদ্যালয়ের প্রতিষ্ঠাতা সভাপতি।

চিতলমারী উপজেলা পরিষদ চেয়ারম্যান অশোক কুমার বড়াল জানান, তার ছোট ভাই এ্যাড. কালিদাস বড়াল ২০০০ সালের ২০ আগস্ট বাগেরহাটের প্রাণকেন্দ্র সাধনার মোড়ে সন্ত্রাসীদের গুলিতে নিহত হন। তাঁর স্মৃতির স্মরণে নিজ তহবিল থেকে এ আমের চারা বিতরণ করেছেন।

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত
  • নির্বাচিত