মতবিনিময় সভায় আওয়ামী লীগ নেতা জামিল

আওয়ামী লীগকে ক্ষমতায় আনতে হলে দন্ধ ভুলে সকলকে ঐক্যবদ্ধ হতে হবে

স্টাফ রিপোর্টার

আপডেট : ১১:৫৫ পিএম, শনিবার, ৭ এপ্রিল ২০১৮ | ৭৬৫

মালয়েশিয়া আওয়ামী লীগের সাবেক সভাপতি বঙ্গবন্ধু যুব সেন্টারের প্রতিষ্ঠাতা এম.আর জামিল হোসাইন বলেছেন, আগামী নির্বাচনে আওয়ামী লীগকে ক্ষমতায় আনতে হলে বিরোধ, দন্ধ ও ভেদাভেদ ভুলে সকলকে ঐক্যবদ্ধ হতে হবে। দেশে উন্নয়নের জোয়ার দেখে দিনদিন আওয়ামী লীগে নেতার সংখ্যা বেড়েই চলছে। অনেক যুদ্ধাপরাধী পরিরারের লোকজনও দলে ঢুকে পড়েছে। এর ফলে বুনিয়াদী আওয়ামী পরিবারের লোকজন এখন পিছনের কাতারে পড়ে গেছে। এ অবস্থা থেকে বেরিয়ে আসতে হবে। শনিবার বিকালে মোরেলগঞ্জ উপজেলার পুটিখালী ইউনিয়নের সোনাখালী বাজারে স্থানীয় আওয়ামী লীগের নেতাকর্মীদের সাথে এক মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তৃতায় তিনি এ কথা বলেন।

এসময় তিনি আরো বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে দেশ আজ এগিয়ে যাচ্ছে। এখন গ্রুপিংয়ের সময় নয়। নৌকার বিজয়ের জন্য সকলকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে হবে।

পুটিখালী ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি মাওলানা আব্দুল কাদের এর সভাপতিত্বে মতবিনিময় সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন, বলইবুনিয়া ইউনিয়ন আ.লীগের সভাপতি খ.ম লুৎফর রহমান, পুটিখালী ইউনিয়ন আ.লীগের সাধারণ সম্পাদক আব্দুল্লাহ আল মাসুদ, কৃষক লীগ নেতা আতিয়ার রহমান টুকু, মুক্তিযোদ্ধা গোলাম মোস্তফা, যুব সেন্টার নেতা মো.বাদশা মীর, সোহেল বক্স, যুবলীগ সভাপতি জিএম শহিদুল ইসলাম খোকন, সম্পাদক মিজানুর রহমান, স্বেচ্ছাসেবক লীগ সভাপতি মনির হোসেন, ছাত্রলীগ সভাপতি খান মিজানুর রহমান ও সাধারণ সম্পাদক খলিলুর রহমান।

পরে মোরেলগঞ্জ-শরণখোলা আসনে দলীয় মনোনয়ন প্রত্যাশী জামিল হোসাইন সোনাখালী মহব্বত আলী মাধ্যমিক বিদ্যালয়ে শহিদ মিনার নির্মাণ ও ইউনিয়ন মুক্তিযোদ্ধা সংসদে আর্থিক সহায়তা প্রদান করেন।

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত
  • নির্বাচিত