বাগেরহাটে জলবায়ূ পরিবর্তন বিষয়ে কর্মশালা

শেখ আহসানুল করিম

আপডেট : ০৪:৫২ পিএম, বুধবার, ১১ এপ্রিল ২০১৮ | ৮৫৩

বাগেরহাট জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে বুধবার সকালে উপকূলীয় এলাকায় জলবায়ূ পরিবর্তন বিষয়ক এক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের কোস্টাল কাইমেট রেজিলিয়েন্ট ইনফ্রাস্টাকচার প্রকল্পের আওতায় এ কর্মশালার আয়োজন করেন।

বাগেরহাটের জেলা প্রশাসক তপন কুমার বিশ^াসের সভাপতিত্বে অনুষ্ঠিত কর্মশালার উদ্বোধনী অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বক্তৃতা করেন, স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের নির্বাহী প্রকৌশলী মোহাম্মদ শাহাদাত হোসেন, অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) মো. শাহিন হোসেন, সহকারী পুলিশ সুপার মো. মিজানুর রহমান, জলবায়ু গবেষক সরদার শফিকুল আলম, এলজিইডির মনিটরিং অফিসার মো. সাহিদুল ইসলাম প্রমুখ।

দিনব্যাপী এ কর্মশালায় উপকূলীয় জেলা বাগেরহাটে এলজিইডির নির্মাণাধীন অবকাঠামোর জলবায়ু সহনীয় বিভিন্ন কারিগরী দিক তুলে ধরা হয় ও বৈষ্যিক উষ্ণতা বৃদ্ধির কারণে জলবায়ু পরিবর্তনের বিষয় নিয়ে বিস্তারিত আলোচনা হয়।

কর্মশালায়, জেলা পর্যায়ের সরকারী কর্মকর্তা, প্রকৌশলী, জনপ্রতিনিধি, সাংবাদিক, এনজিও প্রতিনিধি ও গন্যমান্য ব্যাক্তিবর্গ উপস্থিত ছিলেন।

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত
  • নির্বাচিত