শিক্ষার্থীর অভিভাবকদের সাথে মতবিনিময়

ফকিরহাট প্রতিনিধি

আপডেট : ১১:৫৭ পিএম, মঙ্গলবার, ৫ সেপ্টেম্বর ২০২৩ | ৪১৭

ফকিরহাট সদর ইউনিয়ন পরিষদ মিলানায়তনে মঙ্গলবার (৫ সেপ্টেম্বর) দুপুর ১২টায় কন্যাবর্তিকা কর্মসূচীর আওতাধীন শিক্ষার্থীর ও অভিভাবকদের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

সদর ইউপি চেয়ারম্যান শিরিনা আক্তার কিসলুর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সভাপতি স্বপন দাশ, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা ভাইস চেয়ারম্যান শেখ মুস্তাহীদ সুজা, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা তাহিরা বেগম, ইউপি সদস্য যথাক্রমে শেখ শহিদুল ইসলাম, আঃ রহমান, মোঃ রফিকুল ইসলাম, মুস্তাকীম বিল্লাহ, সুমন মল্লিক, জগলু হায়দার, মোশারেফ হোসেন, মহি উদ্দিন মফি, মোঃ মিজানুর রহমান, মহিলা ইউপি সদস্য লিমা বেগম, সাথি বেগম সহ অত্র ইউনিয়নের ৯টি ওয়ার্ডের কন্যাবর্তিকা কর্মসূচির আওতাভুক্ত সকল শিক্ষার্থীগন ও অভিভাবকগন উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানের প্রধান অতিথি উপজেলা পরিষদ চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সভাপতি স্বপন দাশ তার বক্তব্যে বলেন ফকিরহাট উপজেলার বেতাগা ইউনিয়নে মনোরমা দাশ কন্যাবর্তিকা বৃত্তি ফাউন্ডেশনের মাধ্যমে উপজেলার ৭২টি ওয়ার্ডে ইউনিয়ন পরিষদের আওতাধীন যাদের দুইটি কন্যা সন্তান আছে এবং দরিদ্র পরিবার টাকার অভাবে কন্যাদের উচ্চশিক্ষা দিতে বাধাগ্রস্থ্য হচ্ছেন তাদের মাসিক বৃত্তি প্রদানের ব্যবস্থা করা হবে বলেও তিনি জানান।

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত
  • নির্বাচিত