সরকারি কর্মকর্তাদের মধ্যে সততা ও মুল্যবোধ বজায় রাখার লক্ষ্যে

বাগেরহাটে গণশুনানী ২০ সেপ্টেম্বর 

স্টাফ রিপোর্টার

আপডেট : ০৪:৫৯ পিএম, বৃহস্পতিবার, ১৪ সেপ্টেম্বর ২০২৩ | ৩১৭

প্রতিকী ছবি

বাগেরহাট জেলার বিভিন্ন সরকারি দপ্তরে জনগণের জন্য প্রদত্ত সরকারি পরিষেবা প্রাপ্তি নিশ্চিতকরণ এবং সরকারি কর্মকর্তাদের মধ্যে সততা ও মুল্যবোধ বজায় রাখার লক্ষ্যে দুর্নীতি দমন কমিশন, জেলা কার্যালয়, বাগেরহাট জেলা প্রশাসন ও বাগেরহাট জেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির যৌথ আয়োজনে আগামী ২০ সেপ্টেম্বর বুধবার সকাল ৯টায় জেলা পরিষদ অডিটরিয়ামে জেলা প্রশাসকের সঞ্চালনায় ও সভাপতিত্বে বাগেরহাটে গণশুনানী অনুষ্টিত হবে।

এ গণশুনানীতে দুর্নীতি দমন কমিশনের কমিশনার (তদন্ত) মো.জহুরুল হক প্রধান অতিথি হিসাবে উপস্থিত থাকবেন বলে এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে জানিয়েছেন জেলা তথ্য অফিসের উপপরিচালক বিশ্বজিৎ শিকদার।

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত
  • নির্বাচিত