কচুয়ায় শারদীয়া দূর্গাপূজা উপলক্ষে মতবিনিময় সভা

কচুয়া প্রতিনিধি

আপডেট : ০১:৪৮ এএম, মঙ্গলবার, ১০ অক্টোবর ২০২৩ | ৩১৭

সনাতন ধর্মাবলম্বীদের আসন্ন শারদীয়া দূর্গাপূজা উপলক্ষে কচুয়ায় মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার সকাল ১০ টায় শেখ তন্ময় মিলনায়তনে উপজেলা নির্বাহী অফিসার রাখী ব্যানার্জীর সভাপতিত্বে এ মতবিনিময় সভায় প্রধান অতিথি ছিলেন,উপজেলা পরিষদের চেয়ারম্যান নাজমা সরোয়ার।




এতে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, সহকারি কমিশনার (ভুমি) মোঃ জাকির হোসেন, কচুয়া উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান শিকদার ফিরোজ আহম্মেদ, থানা অফিসার ইনচার্জ (ওসি) মোঃ মহসীন হোসেন, উপজেলার সাবেক ডেপুটি কমান্ডার বীরমুক্তিযোদ্ধা শিকদার হাবিবুর রহমান, কচুয়া প্রেসক্লাবের সভাপতি খোন্দকার নিয়াজ ইকবাল, উপজেলা সমাজ সেবা কর্মকর্তা মোঃ হাসিবুর রহমান,বাংলাদেশ পল্লী বিদ্যুৎ কচুয়া শাখার এজিএম নাজমুল হাসান, উপজেলা কৃষি কর্মকর্তা মামুনুর রশিদ, উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা জাহিদুর রহমান, বিআরডিবি কর্মকর্তা বজলুর রহমান,উপজেলা পূজা উদ্যাপন পরিষদের সভাপতি এ্যাড. দিলিপ কুমার মল্লিক, সাধারন সম্পাদক পুলিন বিহারী সাহা, কচুয়া সদর ইউপি চেয়ারম্যান শিকদার হাদিউজ্জামান হাদিজ, মঘিয়া ইউপি চেয়ারম্যান পঙ্কজ কান্তি অধিকারী।



এসময় উপজেলার সকল দূর্গা পূজা মন্দিরের সভাপতি ও সাধারন সম্পাদক, সাংবাদিক সহ গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।


উপজেলার ৭টি ইউনিয়নে ৪৪ টি মন্দিরে দূর্গা পূজা অনুষ্ঠিত হবে। এর মধ্যে ২২ টি সাধারন এবং অন্য ২২টির মধ্যে গুরুত্বপূর্ণ ও অধিক গুরুত্বপূর্ণ পূজা মন্দির রয়েছে।

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত
  • নির্বাচিত