রামপাল আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালন 

রামপাল প্রতিনিধি

আপডেট : ১১:২৯ পিএম, শুক্রবার, ১৩ অক্টোবর ২০২৩ | ৪১৭

রামপালে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত হয়েছে। "অসমতার বিরুদ্ধে লড়াই করি, দুর্যোগ সহনশীল ভবিষ্যৎ গড়ি" এই প্রতিপাদ্যে পালিত হলো দিবসটি। দিবসের মধ্যে ছিল র্যালী, আলোচনা সভা, ভূমিকম্প ও অগ্নিকান্ড বিষয়ক মহড়া।
শুক্রবার (১৩ অক্টোবর) বেলা ১১ টায় উপজেলা চত্বর থেকে এক র্যালী বের করা হয়। এরপর রামপাল ফায়ার ব্রিগেডের পক্ষ থেকে অগ্নি নির্বাপণে কারণীয় বিষয়ে কারণীয় কি সে সংক্রান্ত মহড়া অনুষ্ঠিত হয়।
মহড়ার নেতৃত্ব দেন উপজেলা নির্বাহী কর্মকর্তা নাজিবুল আলম। মহড়া পরিচালনা করেন রামপাল ফায়ার সার্ভিসের ইনচার্জ মশিউর রহমান। উপজেলা চত্বরে সংক্ষিপ্ত আলোচনা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন নির্বাহী কর্মকর্তা ছাড়াও উপজেলা ভাইস চেয়ারম্যান নূরুল হক লিপন, মহিলা ভাইস চেয়ারম্যান হোসনেয়ারা মিলি, পিআইও মো. মতিউর রহমান, প্রেসক্লাব রামপাল এর সভাপতি এম, এ সবুর রানা, এসআই রিফাজ হোসেন, অধ্যাপক মো. বজলুর রহমান, সিডিপি'র সিরাজুল ইসলাম, সাংবাদিক হারুন শেখ, মুরশিদা পারভীন প্রমুখ।
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত
  • নির্বাচিত