ফকিরহাটে শস্য উৎপাদন বিষয়ক দক্ষতা উন্নয়ন প্রশিক্ষণ

ফকিরহাট প্রতিনিধি

আপডেট : ১১:৩৮ পিএম, সোমবার, ৩০ অক্টোবর ২০২৩ | ২৯৩

ফকিরহাটে দারিদ্র বিমোচনের লক্ষ্যে পুষ্টি সমৃদ্ধ উচ্চ মূল্যের অপ্রধান শস্য উৎপাদন ও বাজারজাতকরন কর্মসূচির আওতায় অপ্রধান শস্য উৎপাদন ও সংরক্ষন বিষয়ক প্রযুক্তিগত কলাকৌশল এর উপরঅভিষ্ট উপকারভোগি সদস্যদের উপজেলা পর্যায়ে তিনদিন ব্যাপি দক্ষতা উন্নয়ন প্রশিক্ষণ চলছে।

ফকিরহাট বিআরডিবি’র আয়োজনে দ্বিতীয় দিন সোমবার দুপুর ১২টায় পল্লী ভবন মিলনায়তনে প্রশিক্ষণের প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা পরিষদ চেয়ারম্যান স্বপন দাশ। উপজেলা পল্লী উন্নয়ন কর্মকর্তা নিসার সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন উপজেলা কৃষি কর্মকর্তা শেখ সাখাওয়াত হোসেন ও বাংলাদেশ জাতীয় পল্লী উন্নয়ন সমবায় ফেডারেশনের খুলনা বিভাগের পরিচালক শেখ কারুজ্জামান কামরুল।

এতে প্রশিক্ষক হিসেবে আরো উপস্থিত ছিলেন খুলনা উপ অঞ্চলের শস্য উন্নয়ন কর্মকর্তা মশিউর রহমান গোলদার, অপ্রধান শস্য বিশেষজ্ঞ মো. সাব্বির মাহমুদ। এসময় এআরডিও একে মাহমুদসহ উপকারভোগী সদস্যরা উপস্থিত ছিলেন।

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত
  • নির্বাচিত