প্রেসক্লাব মোল্লাহাটের ১৮তম বর্ষবরণ

মোল্লাহাট প্রতিনিধি 

আপডেট : ০৯:৪৪ পিএম, মঙ্গলবার, ১৭ এপ্রিল ২০১৮ | ২২১১

বর্ণাঢ্য শোভাযাত্রা ও আলোচনা সভাসহ বিভিন্ন কর্মসূচিতে প্রেসকাব মোল্লাহাটের আঠারোতম বর্ষবরণ অনুষ্ঠিত হয়েছে। প্রেসক্লাব মোল্লাহাটের আয়োজনে মঙ্গলবার সকাল ১১টায় প্রেসকাবের সভা কক্ষে আলোচনা সভা ও কেক কাটার মধ্য দিয়ে ১৮তম বর্ষবরণ শুরু হয়।

পরে বর্ণাঢ্য এক র‌্যালি মোল্লাহাট বাজার ঘুরে প্রেসকাব কার্যালয়ের সামনের সড়কে শেষ হয়।


প্রেসক্লাব মোল্লাহাটের সিনিয়র সহ-সভাপতি মোঃ আমির আলীর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক এম এম মফিজুর রহমানের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী অফিসার মামুন আল ফারুক। বিশেষ অতিথি ছিলেন উপজেলা আ’লীগ সভাপতি বীর-মুক্তিযোদ্ধা কালিপদ বিশ্বাস, সহকারী কমিশনার (ভূমি) মোঃ মাহবুবুল আলম, উপজেলা কৃষি অফিসার মোঃ আবুল হাসান, উপজেলা দূর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি অবঃ অধ্যক্ষ মাওঃ মোঃ আসগর আলী ও ইউপি চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা মোঃ মশিউর রহমান মিয়া।

অনুষ্ঠানে অন্যান্যের মাঝে উপস্থিত ছিলেন সাবেক চেয়ারম্যান মোঃ ফারুক হোসেন মোল্লা, উপজেলা শ্রমিকলীগ সভাপতি কেরান কাজী ও সাধারণ সম্পাদক মোঃ সোহাগ শেখ, ডাঃ মনসুর আহমদ মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক রমেশ চন্দ্র খান, উপ-সহকারী পুলিশ কর্মকর্তা মোঃ আয়ূব আলী, এনজিও সীমান্তিক’র জেলা কর্মকর্তা সানজিনা আহমেদ ও উপজেলা কর্মকর্তা আকলিমা, অধ্যাপক মোঃ রাকিবুল ইসলাম মিয়, যুব মহিলালীগ নেতা কবরী বিশ্বাস অপু, আ’লীগ নেতা মোঃ আয়ূব আলী মোল্লা, দলিত পরিষদ নেতা কৃষ্ণপদ বিশ্বাস ও শ্রমিকলীগ নেতা মোঃ নান্টু মিয়া প্রমূখ।

সাংবাদিকদের মাঝে প্রেসক্লাবের সহ-সভাপতি শরীফ মাসুদুল করিম, এস এম রাজীব সিদ্দিকী, এস এম জহিরুল ইসলাম জাহিদ, যুগ্ম-সাধারণ সম্পাদক মোঃ জেহাদ সিকদার, সাংগঠনিক সম্পাদক মোঃ সফিকুল ইসলাম, প্রচার সম্পাদক শেখ শাহিনুর ইসলাম শাহিন, কোষাধ্যক্ষ অধ্যাপক অরুন কুমার দাস, নির্বাহী সদস্য মিয়া পারভেজ আলম, মোর্শেদা আকতার, ডাঃ হুমায়ূন আজাদ, মোঃ গোলাম রসুল, সদস্য মোঃ গিয়াস মিয়া, মোঃ কবির আহম্মেদ, মোঃ জিন্নাত আলী সিকদার ও এস এম মিজানুর রহমান বক্তব্য দেন।

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত
  • নির্বাচিত