নাজিরপুরে পিরোজপুর-০১ আসনের 

স্বতন্ত্র প্রার্থী এ কে এম এ আউয়াল সমর্থনের কর্মী সমাবেশে হামলার অভিযোগ

পিরোজপুর প্রতিনিধি

আপডেট : ১১:৪৮ পিএম, শনিবার, ৯ ডিসেম্বর ২০২৩ | ২৮৭

নাজিরপুর উপজেলার মাটিভাংঙ্গা ইউনিয়নে পিরোজপুর-০১ আসনের স্বতন্ত্রপ্রার্থী এ কে এম এ আউয়াল সমর্থনের কর্মী সমাবেশে নৌকার স্লোগান দিয়ে হামলার অভিযোগ পাওয়া গেছে। আজ শনিবার বিকেলে নাজিরপুরের মাটিভাংঙ্গা ইউনিয়নে ০৪ নং ওয়ার্ডে বড়ইবুনিয়া বাজারে পিরোজপুর-০১ আসনের সতন্ত্রপ্রার্থী এ কে এম এ আউয়াল সমর্থিত কর্মী সভায় এ হামলার ঘটনা ঘটেছে বলে জানান মাটিভাংঙ্গা ইউনিয়ন আওয়ামীলীগের সাধারণ সম্পাদক দিপ্তেন মজুমদার বাপ্পি।


কর্মী সমাবেশে উপস্থিত ছিলেন নাজিরপুর উপজেলার আওয়ামীলীগের সহ সভাপতি আফজাল হোসেন খান সহ স্থানীয় আওয়ামীলীগ ও যুবলীগ ছাত্রলীগের নেতৃবৃন্দ।


মাটিভাংঙ্গা ইউনিয়ন আওয়ামীলীগের সাধারণ সম্পাদক দিপ্তেন মজুমদার বাপ্পি জানান, আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে উৎসবমূখর করতে ভোটারদের উপস্থিতি বাড়াতে সতন্ত্রপ্রার্থী জেলা আওয়ামীলীগের সভাপতি সাবেক সংসদ সদস্য এ কে এম এ আউয়াল সমর্থিত কর্মী সমাবেশ করার সময় নৌকা স্লোগন দিয়ে অর্ধ শতাধিক লোক কর্মী সমাবেশে হামলা করে ভাংচুড় চালায়। এতে আমাদের পাঁচ জন নেতাকর্মী আহত হয়। আমাদের নেতাকর্মীরা ছন্নছাড়া হয়ে বিচ্ছিন্ন ভাবে চলে যেতে বাধ্য হয়।


মাটিভাংঙ্গা ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি বেলায়েত হোসেন জানান, আমাদের শান্তিপ্রিয় কর্মীসভা ছাত্রলীগ যুবলীগের নামধারী কিছু লোক দেশিয় অস্ত্র দিয়ে হামলা চালায়। এতে আমাদের বেশ কিছু নেতাকর্মী আহত হয়েছে। তারা অনেকটা অবরুদ্ধ চিকিৎসা নিতেও পারছে না।


নাজিরপুর থানার ওসি হুমায়ুন কবির জানান মাটিভাংঙ্গা ইউনিয়নে একই এলাকায় নৌকা ও সতন্ত্রপ্রর্থী কর্মী সভা ছিলো তাদের মধ্যে কিছুটা হাতা হাতি হয়েছে তবে বড় কোন ঘটনা ঘটেনি। এ বিষয়ে এখনো কেউ কোন অভিযোগ করেনি।
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত
  • নির্বাচিত