শেখ হেলাল উদ্দীন কলেজে পুরস্কার বিতরণ ও শিক্ষার্থীদের বৃত্তি প্রদান

ফকিরহাট প্রতিনিধি

আপডেট : ০৮:৩৯ পিএম, মঙ্গলবার, ১২ ডিসেম্বর ২০২৩ | ২৬০

ফকিরহাটের শুভদিয়ায় অবস্থিত শেখ হেলাল উদ্দীন সরকারী কলেজের উদ্যোগে ২৩তম বার্ষিক ক্রীড়া প্রতিযোগীতার পুরস্কার বিতরণ ও গরীব মেধাবী শিক্ষার্থীদের শিল্পপতি এসএম আবুল হোসেন শিক্ষাবৃত্তি প্রদান করা হয়েছে।

মঙ্গলবার (১২ ডিসেম্বর) দুপুর ১২টায় কলেজের স্বপন দাশ অডিটোরিয়াম মিলনায়তনে এক অনুষ্ঠানে এই পুরস্কার বিতরণ ও বৃত্তিপ্রদান করা হয়। কলেজ অধ্যক্ষ বটু গোপাল দাস এর সভাপতিত্বে অনুষ্টানে প্রধান অতিথি ছিলেন কলেজ প্রতিষ্ঠাতা ও ফকিরহাট উপজেলা পরিষদ চেয়ারম্যান স্বপন দাশ।

বিশেষ অতিথি ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভুমি) এম আব্দুল্লাহ ইবনে মাসুদ আহম্মেদ, শিক্ষানুরাগী আলহাজ¦ সিদ্দিক আলী, ইউপি চেয়ারম্যান মোঃ ফারুকুল ইসলাম ওমর ও সাবেক চেয়ারম্যান আলহাজ¦ শেখ শহীদুল ইসলাম। প্রভাষক তপতী রানী ধর ও প্রভাষক সাইদুর রহমান এর যৌথ সঞ্চালনায় এতে আরো বক্তৃতা করেন, প্রভাষক উৎপল কুমার দাস, সুব্রত কুমার দাম, সহযোগী অধ্যাপক হুসাইন নায়েদীন, শিক্ষার্থী নুর জাহান খাতুন ও ফারজানা আক্তার প্রমুখ।

আলোচনা শেষে ২৯জন শিক্ষার্থীকে বৃত্তির অর্থ ও বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়। অনুষ্ঠান শুরুর আগে শিক্ষার্থী মিতু অধিকারীর নৃত্য ও প্রভাষক অঞ্জু রানী বিশ্বাস গান পরিবেশন এবং ফুলেল শুভেচ্ছা প্রদান করে অতিথিদের বরণ করে নেওয়া হয়।

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত
  • নির্বাচিত