চিতলমারীতে ভোট গ্রহনের সকল প্রস্তুতি সম্পন্ন

চিতলমারী প্রতিনিধি

আপডেট : ০৯:৪০ পিএম, শনিবার, ৬ জানুয়ারী ২০২৪ | ১৮৬

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে বাগেরহাটের চিতলমারীতে ভোট গ্রহনের জন্য সকল ধরনের প্রস্তুতি গ্রহন করা হয়েছে। ইতোমধ্যে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ আনুষ্ঠানিক ভাবে উপজেলার ৪০ টি ভোট কেন্দ্রের প্রিজাইডিং অফিসার ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীসহ দায়িত্বরতদের নিকট নির্বাচনী ব্যালট পেপার বাদে অন্য সমস্ত উপকরণ তুলে দিয়েছে।

ফলে নির্বাচনী কেন্দ্রগুলোতে এখন উৎসবের আমেজ বিরাজ করছে। সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে চিতলমারীতে এ বছর ৪০ টি ভোট কেন্দ্রের ২৬৫ বুথে ১ লাখ ১৯ হাজার ৪৩৯ জন ভোটার তাদের ভোটধিকার প্রয়োগ করবেন। বাগেরহাট-১ আসনের সংসদ নির্বাচনে এবার ৬ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বীতা করছেন।

এর মধ্যে বাংলাদেশ আওয়ামী লীগ মনোনীত নৌকা প্রতীক নিয়ে ৬ষ্ঠ বারের মত প্রতিদ্বন্দ্বীতা করছেন জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ভ্রাতুষ্পুত্র শেখ হেলাল উদ্দীন।

অন্যান্য প্রতিদ্বন্দ্বী প্রার্থীরা হলেন লাঙ্গল প্রতীকে মোঃ কামরুজ্জামান, আম প্রতীকে বাসুদেব গুহ, নোঙ্গর প্রতীকে মোঃ মঞ্জুর হোসেন সিকদার, সোনালী আঁশ প্রতীকে মাহফুজুর রহমান, ডাব প্রতীকে এইচ এম আতাউর রহমান আতিকী।

বাগেরহাট-১ আসনে বিভিন্ন দল থেকে প্রতিদ্বন্দ্বী প্রার্থীরা জয়ের ব্যাপারে আশাবাদী হলেও আওয়ামী লীগের দুর্গখ্যাত এ আসনটিতে বিগত সময়ে এমপি শেখ হেলাল উদ্দীন বিভিন্ন ক্ষেত্রে উন্নয়ন করায় তিনি ৬ষ্ঠ বারের মত বিপুল ভোটে বিজয়ী হবেন বলে চিতলমারীর সাধারণ ভোটারা আশাবাদ ব্যক্ত করেছেন।

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত
  • নির্বাচিত