মংলায় বাঘবন্ধুদের দক্ষতা উন্নয়ন প্রশিক্ষন

মংলা প্রতিনিধি

আপডেট : ০৭:৪৫ পিএম, সোমবার, ২৩ এপ্রিল ২০১৮ | ৮৬৪

মংলায় বাঘবন্ধুদের দক্ষতা উন্নয়ন প্রশিক্ষন দেয়া হয়েছে। সোমবার সকাল সাড়ে ১০টায় ওয়াইল্ড টিম চাদঁপাই রেঞ্জ অফিস সংলগ্ন তাদের মিলনায়তনে এ প্রশিক্ষন দেয়া হয়। এতে দুইটি উপজেলার চিলা, সুন্দরবন, ধানসাগর ও নিশানবাড়ীয়া ইউনিয়নের ১১ জন বাঘবন্ধুদের এ প্রশিক্ষন দেয়া হয়েছে।


ইউএসএআইডি’র বাঘ সংরক্ষন প্রকল্পের আওতায় সুন্দরবনের বনজ,জলজ ও বন্যপ্রানী রক্ষনাবেক্ষন, ইকোটুরিজম’র উপরে এ সকল সদস্যদের প্রশিক্ষন দেয়া হয়। এছাড়াও বাঘ সংরক্ষনে নারীদের ভুমিকা সম্পর্কে ধারনা দেয়াই এ প্রশিক্ষনের মুল লক্ষ। বেশ কিছুদিন ধরে সুন্দরবনের উপকুলীয় এলাকায় বাঘ লোকালয় হানা দিচ্ছে এবং মানুষ তাদের আতœরক্ষার্থে তা পিটিয়ে মেরে ফেলছে। এছাড়া হরিনসহ অন্যান্য বন্যপ্রানী বন ছেড়ে লোকালয় আসছে । তাই এদের রক্ষা করতে এসব প্রশিক্ষনের ব্যবস্থা করছে ইউএসএআইডি’র বাঘ সংরক্ষন প্রকল্প। বাঘ,হরিন,বানর,কুমিরসহ অন্যান্য প্রানী লোকালয় চলে আসলে যাতে মারা না পরে, সাথে সাথে যেন এদের বনে ফিড়িয়ে দেয়া যায় এবং বনের ডলফিনের অভয়ারন্যে জেলেরা ঢুকে মাছ শিকারের সময় এরা মারা না পরে সে ব্যাপারে আলোচনাও করা হয় এ প্রশিক্ষনে। প্রোগ্রাম অফিসার বিভাস তালুকদার, সিনিয়র ফিল্ড অফিসার মোঃ সাইফুল ইসলাম, ফিল্ড সাফট মোঃ সোহেল হাওলাদার ও মোঃ হারুন মল্লিক এসময় উপস্থিত ছিলেন।

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত
  • নির্বাচিত