বাগেরহাটে মানসিক স্বাস্থ্য রিভিউ ও মনিটরিং কমিটি সক্রিয় করণের দাবি

স্টাফ রিপোর্টার

আপডেট : ০৯:৩৩ পিএম, বুধবার, ১৪ ফেব্রুয়ারী ২০২৪ | ১৭৮

বাগেরহাটে মানসিক স্বাস্থ্য রিভিউ ও মনিটরিং কমিটির সক্রিয়করণের দাবিতে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। বুধবার (১৪ ফেব্রুয়ারি) মেন্টাল হেলথ নেটওয়ার্ক ফোরামের আয়োজনে বাগেরহাট প্রেসক্লাব মিলনায়তনে এই সংবাদ সম্মেলন হয়।

সংবাদ সম্মেলনে বক্তব্য দেন, এডিডি ইন্টারন্যাশনাল, বাগেরহাটের সমন্বয়ক এহসানুল হক, সংকল্প প্রতিবন্ধী সংগঠনের সভাপতি হারুন-অর-রশীদ, সাধারণ সম্পাদক ফিরোজ হাওলাদার, মেন্টাল হেলথ নেটওয়ার্ক ফোরাম, বাগেরহাটের সাধারণ সম্পাদক শেখ আসাদ, বিথি আক্তার প্রমুখ।

বক্তারা বলেন, মানসিক স্বাস্থ্য আইন-২০১৮ অনুযায়ী মানসিক রোগীদের সুস্থতা ও অধিকার নিশ্চিতে প্রতিটি জেলায় মানসিক স্বাস্থ্য রিভিউ ও মনিটরিং কমিটি করার কথা রয়েছে। কিন্তু দীর্ঘদিন ধরে বিভিন্ন জেলায় এই কমিটি সচল নেই। যার ফলে প্রতিবন্ধীদের অধিকার নিশ্চিতে কাজ করা কষ্টের হয়ে যাচ্ছে। বাগেরহাটে কমিটিটি গঠন হয়েছে ২০২৩ সালের নভেম্বর মাসে। এই কমিটিকে সক্রীয় করার জন্য কর্তাব্যক্তিদের সাথে সমন্বয় করার কথা জানান বক্তারা।

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত
  • নির্বাচিত