চুলকাটির যুগিডাঙ্গায় গ্রামে পার্টনার ফিল্ড স্কুলের উদ্ভোধন

চুলকাটি  প্রতিনিধি

আপডেট : ০৭:১৪ পিএম, বৃহস্পতিবার, ২৮ মার্চ ২০২৪ | ১০৭

বাগেরহাট সদর উপজেলা কৃষি অফিসের আয়োজনে পুষ্টি উন্নয়ন উদ্যোক্তা তৈরী, পরিবেশ বান্ধব চাষাবাদ এই প্রতিপাদ্য বিষয় নিয়ে পার্টনার ফিল্ড স্কুলের (পিএফএস) ধান ও কৃষক সেবা কেন্দ্র’র শুভ উদ্ভোধন ও কমিউনিটি বীজ উৎপাদন প্রযুক্তি প্রদর্শনী বোরো ফসল বিনা ধান-২৫ এর ক্ষেত পরিদর্শন অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (২৮ র্মাচ) দুপুরে চুলকাটি ব্লকের যুগিডাঙ্গা গ্রামের মোঃ রফিকুল ইসলাম মোড়লের বাড়ির আঙ্গিনায় এ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।

উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ তন্ময় কুমার দত্ত’র সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন, পার্টনার প্রকল্পের ডেপুটি ডিরেক্টর মনোতোষ শিকদার, বিশেষ অতিথি ছিলেন, ডিএই বাগেরহাট এর জেলা প্রশিক্ষন অফিসার কৃষিবিদ মোঃ আব্দুল্লাহ আল মামুন ও পার্টনার প্রকল্পের সিনিয়র মনিটরিং অফিসার মোঃ মোসাদ্দেক হোসেন। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন উপসহকারী কৃষি কর্মকর্তা (ডিপ্লমা) কৃষিবিদ দেবব্রত কুমার মন্ডল। এর আগে কমিউনিটি বীজ উৎপাদন প্রযুক্তি প্রদর্শনী বোরো ফসল বিনা ধান-২৫ এর ক্ষেত পরিদর্শন করেন অতিথিবৃন্দরা। এসময় অর্ধশতাধিক কৃষক/কৃষাণীরা উপস্থিত ছিলেন।

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত
  • নির্বাচিত