বাগেরহাটে কর্মজীবী নারীদের মর্যাদা দেওয়ার আহবান

স্টাফ রিপোর্টার

আপডেট : ০৫:২১ পিএম, বুধবার, ৯ মে ২০১৮ | ৬৭৯

বাগেরহাটে কর্মজীবী নারী “মর্যাদাপূর্ন জীবনযাত্রায় - বর্জ্য ও পয়: নিস্কাশনকর্মীদের আর্থ-সামাজিক ক্ষমতায়ন” বিষয়ক প্রকল্পের অবহিতকরণ সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার সকালে বাগেরহাট প্রেসক্লাব অডিটোরিয়ামে কর্মজীবী নারী সংগঠনের আয়োজনে এ সভা অনুষ্ঠিত হয়।


সভায় প্রধান অতিথি ছিলেন, বাগেরহাট জেলা প্রশাসক তপন কুমার বিশ্বাস। বাগেরহাট পৌরসভার কাউন্সিলর তানিয়া খাতুনের সভাপতিত্বে সভায় বক্তব্য দেন বাগেরহাটের সিভিল সার্জন অরুন চন্দ্র মন্ডল, কর্মজীবী নারী সংগঠনের নির্বাহী পরিচালক রোকেয়া রফিক, বিশিষ্ট শিক্ষাবিদ অধ্যাপক মোজাফফর হোসেন, পৌর কাউন্সিলর আসমা আজাদ, সুপ্তি মহিলা উন্নয়ন সমিতির নির্বাহী পরিচালক ঝিমি মন্ডল, এ্যাডভোকেট মিলন কুমার ব্যানার্জি প্রমুখ।


বক্তারা বলেন, বাংলাদেশে বর্জ্য ও পয়: নিস্কাশন কাজে নিয়োজিত নারী শ্রমিকরা প্রচন্ড অবহেলিত। তারা সামাজিকভাবে হীনমন্যতায় ভোগে। তাদের আর্থ-সামাজিক মর্যাদা উন্নয়নের জন্য নারী কর্মজীবী সংগঠন কাজ করছেন। কর্মজীবী নারীদের সর্বক্ষেত্রে স্ব-স্ব জায়গা থেকে তাদেরকে মর্যাদা দেয়ার আহ্বান জানান বক্তারা।


ইউরোপিয়ান কমিশনের অর্থায়নের ও প্রাকটিক্যাল এ্যাকশন বাংলাদেশের সহযোগিতায় এ সভায় কর্মজীবী নারী, সাংবাদিক, আইনজীবী, শিক্ষক, সুশীল সমাজের প্রতিনিধিসহ বিভিন্ন শ্রেণি পেশাজীবীরা অংশগ্রহন করেন।

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত
  • নির্বাচিত