জিংক সমৃদ্ধ ব্রি ধান ৭৪

মোরেলগঞ্জে মাঠ দিবস

মেহেদী হাসান লিপন, মোরেলগঞ্জ

আপডেট : ১১:০০ পিএম, রোববার, ১৩ মে ২০১৮ | ১০১৩

‘শিশুদের শারীরিক বৃদ্ধি ও মেধার বিকাশ সহ মানব দেহে জিংকের প্রয়োজনীয়তা নিয়ে রোববার মোরেলগঞ্জে জিংক সমৃদ্ধ ব্রি-ধান ৭৪ মাঠ দিবস অনুষ্ঠিত হয়েছে।

উপজেলার উত্তর পুটিখালী দাখিল মাদ্রাসা মাঠে বিকেলে অনুষ্ঠিত মাঠ দিবসে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ অনুপম রায়।

ইউপি সদস্য মো. মহসিন খান এর সভাপতিত্বে অনুষ্ঠিত মাঠ দিবসের সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, আন্তর্জাতিক সংস্থা হারভেষ্ট প্লাস বাংলাদেশ বরিশাল বিভাগের এআরডিও জাহিদ হোসেন, উপজেলা উপ-সহকারী কৃষি কর্মকর্তা মো. আব্দুস সোবাহান শিকদার, মো.মশিউর রহমান, প্রধান শিক্ষক মল্লিক জাকির হোসেন।

আন্তর্জাতিক সংস্থা হারভেষ্ট প্লাস বাংলাদেশের উদ্যোগে ও স্বদেশ উন্নয়ন সংস্থা সুখ এর আয়োজনে অনুষ্ঠিত মাঠ দিবসের আলোচনা সভায় শুভেচ্ছা বক্তব্য রাখেন স্বদেশ উন্নয়ন সংস্থা সুখ এর ভান্ডারিয়া উপজেলা সমন্বয়কারী সেলিম হাওলাদার।

সভায় বক্তারা বলেন, জিংক মানুষের রোগ প্রতিরোধ ব্যবস্থায় বিশেষ ভূমিকা পালন করে। জিংকের অভাবে শিশুদের ক্ষুধা মন্দা দেখা দেয়, গর্ভবতী মায়েদের জিংকের অভাবে শারীরিক দূর্বলতা দেখা দেয়। তাই জিংকের চাহিদা মেটাতে জিংক সমৃদ্ধ ধান চাষ করার প্রয়োজন। মাঠ দিবসে শতাধিক কৃষক কৃষাণী উপস্থিত ছিলেন।

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত
  • নির্বাচিত