দেশী পর্যটক বৃদ্ধি পেলেও কমছে রাজস্ব আদায়

সুন্দরবনে বাড়ছে দেশী দর্শনার্থী কমছে বিদেশী পর্যটক

স্টাফ রিপোর্টার

আপডেট : ০৫:৫৫ পিএম, বৃহস্পতিবার, ৫ অক্টোবর ২০১৭ | ১৬২৪

বিশ্বের সর্ববৃহৎ ম্যানগ্রোভ বন সুন্দরবন

বিশ্বের সর্ববৃহৎ ম্যানগ্রোভ বন সুন্দরবন। দেশি-বিদেশি পর্যটকদের কাছে আকর্ষনীয় অন্যতম দর্শনীয় স্থান এটি। দেশের রাজস্ব আয়ের দিক থেকেও অতি গুরুত্বপূর্ণ সুন্দরবন।

সুন্দরবনের মাছ, কাঠ, মধু থেকে বিপুল পরিমান রাজস্ব আসে। এর পাশাপাশি বড় অংকের রাজস্ব আসে পর্যটকদের কাছ থেকে। নানা কারণে বিগত পাঁচ বছর ধরে সুন্দরবনে বিদেশী পর্যটক কমছে আশংকাজনক ভাবে। দেশে বারবার জঙ্গি হামলা ও রাজনৈতিক অস্থিরতার কারণে বিদেশী নাগরিকদের নিরাপত্তার অভাবকে সুন্দরবনে বিদেশী পর্যটক কমার কারণ হিসেবে দেখছেন সংশ্লিষ্টরা।

সুন্দরবন পূর্ব বন বিভাগের দেয়া তথ্য মতে ২০১২-১৩ সালে সুন্দরবনে বিদেশী পর্যটক এসেছিল ৩ হাজার ৮শ ৫৪ জন। ২০১৬-১৭ অর্থ বছরে তা নেমে এসেছে ২ হাজার ১শ ২৯ জনে। ২০১৩-১৪ অর্থ বছরে এ সংখ্যা ছিল ২হাজার ৪শ ৬৫ জন। ২০১৪-১৫ অর্থ বছরে তা বেড়ে ৩হাজার ৭শ ৪১ জনে পৌছালেও ২০১৫-১৬ অর্থ বছরে তা কমে আবারো ২হাজার ৫শ ৩৭ জনে নেমে যায়।

শুধু বিদেশী পর্যটক কমেনি ২০১২-১৩ অর্থ বছরের পরে ২০১৫-১৬ অর্থ বছর পর্যন্ত দেশী পর্যটকও কমেছে। ২০১২-১৩ সালে সুন্দরবনে দেশী পর্যটক সংখ্যা ছিল ১ লক্ষ ১৬ হাজার ৫শ ৬০ জন। ২০১৩-১৪ অর্থ বছরে এ সংখ্যা আশংকাজনক হারে নেমে ৭৫ হাজার ৭শ ৪২ জনে দাড়ায়। ২০১৪-১৫ অর্থ বছরে ৭৭ হাজার ৪শ ৭৩ জন। ২০১৫-১৬ অর্থ বছরে ৯১ হাজার ৮শ ২১ জন। তবে আশার কথা হচ্ছে ২০১৬-১৭ অর্থ বছরে এ সংখ্যা বেড়ে প্রায় ১ লক্ষ ২২ হাজার ৫শ ৩৪ জনে পৌছায়।

দেশী পর্যটক বৃদ্ধি পেলেও কমছে রাজস্ব আদায়। কারণ পর্যটকদের কাছ থেকে প্রাপ্ত রাজস্বের সিংহভাগই আসে বিদেশী পর্যটকদের কাছ থেকে। ২০১২-১৩ অর্থ বছরে সুন্দরবন পূর্ব বন বিভাগের পর্যটকদের কাছ থেকে প্রাপ্ত মোট রাজস্বের পরিমান ছিল ১ কোটি ৩ লক্ষ ৬৮ হাজার ৮শ ৯০ টাকা। যা কমে দাড়িয়েছিল ২০১৩-১৪ অর্থ বছরে ৬৭ লক্ষ ৪ হাজার ৬০ টাকা। ২০১৪-১৫ অর্থ বছরে ৮৫ লক্ষ ৩১ হাজার ২শ ৭০ টাকা। ২০১৫-১৬ অর্থ বছরে ৭৫ লক্ষ ৬৫ হাজার ৪শ ৮০ টাকা। সর্বশেষ
২০১৬-১৭ অর্থ বছরে রাজস্ব আয় হয় ৮২ লক্ষ ৬১ হাজার ৬শ ১০ টাকা।

যেখানে প্রতিবছরই রাজস্ব আয়ের পরিমান বাড়ার কথা থাকলেও উল্টো বিগত পাঁচ বছরের প্রতি বছরই রাজস্ব কমেছে। বন বিভাগের তথ্যমতে গত পাঁচ বছরে রাজস্ব আদায় কমেছে কোটি টাকার উপরে। এভাবে পর্যটক সংখ্যা ও রাজস্ব আদায় কমতে থাকলে সুন্দরবনের সুনাম নষ্ট হবে বৈকি।

সুন্দরবন পূর্ব বন বিভাগের বিভাগীয় বন কর্মকর্তা মোঃ মাহমুদুল হাসান বাগেরহাট টুয়েন্টি ফোরকে জানান, হলি আর্টিজানে হামলা, সারা দেশে জঙ্গিবাদের উত্থান, শোলাকিয়াসহ দেশের গুরুত্বপূর্ণ স্থানে হামলা, বিদেশী নাগরিকদের হত্যা ও নিরাপত্তার অভাবে বিদেশী পর্যটকরা আসতে ভয় পায়।

এছাড়া সুন্দরবন কেন্দ্রিক পর্যটকদের আকর্ষণ করতে বড় কোন প্রকল্প না থাকার কথাও উল্লেখ করেন এ কর্মকর্তা।

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত
  • নির্বাচিত