বাগেরহাটে লাইট হাউসের এ্যাডভোকেসি সভা

স্টাফ রিপোর্টার

আপডেট : ১০:১৩ পিএম, রোববার, ১০ জুন ২০১৮ | ৬০০

বাগেরহাটে বেসরকারি উন্নয়ন সংস্থা লাইট হাউসের এ্যাডভোকেসি সভা অণুষ্ঠিত হয়েছে। রবিবার সকালে বাগেরহাট সিভিল সার্জনের সম্মেলন কক্ষে এ সভা হয়। সভায় প্রধান অতিথি ছিলেন সিভিল সার্জন ডাঃ অরুন চন্দ্র মন্ডল, বিশেষ অতিথি ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) মোঃ শাহিন হোসেন।


সভায় শুভেচ্ছা বক্তব্যসহ বাগেরহাট ডিআইসিতে এমএসএম ও হিজড়াদের নিয়ে প্রকল্পের সার্বিক কার্যক্রম সহ বর্তমানে বিশ^ ও বাংলাদেশের এইচআইভি এইডস এর পরিস্থিতি উপস্থাপন করেন লাইটহাউস বাগেরহাটের সাব-ডিআইসি ইনচার্জ মোঃ মফিজুল ইসলাম সুমন।

এসময় বাগেরহাট সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (তদন্ত) ফকির পান্নু মিয়া কঙ্গোতে তার মিশনের অভিজ্ঞতা থেকে বলেন আমাদের সকলের ধর্মীয় অনুশাসন মেনে চলা উচিৎ তবেই এইচআইভি-এইডস থেকে আমরা বাঁচতে পারবো।


সভায় আইনজীবী, কাউন্সিলর, শিক্ষক,হেলথ সার্ভিস প্রোভাইডার, রিলিজিয়াস লিডার, সাংবাদিক, লোকাল এলিটস, এনজিও প্রতিনিধি, আইন শৃংখলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা অংশ নেন।

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত
  • নির্বাচিত